রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি: সংগৃহীত।

লোকাল ট্রেন লাইনচ্যুত। তার জেরে ব্যাহত হল ট্রেন চলাচল। বর্ধমান-হাওড়া শাখার শক্তিগড়ের কাছাকাছি ডাউন বর্ধমান ব্যান্ডেল লোকাল লাইনচ্যুত হয়েছে। এর ফলে বর্ধমান থেকে হাওড়া যাওয়ার ডাউন লাইনে এই মুহূর্তে ট্রেন চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ রয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে আজ বুধবার রাত ৯টা ১৬ নাগাদ। রেল সূত্রে জানা গিয়েছে, কোনও হতাহতের খবর নেই।
এ প্রসঙ্গে সিপিআরও কৌশিক মিত্র জানান, “ডাউন ব্যান্ডেল লোকালের একটি কামরা বুধবার রাত ৯টা ১৬ মিনিটে লাইনচ্যুত হয়। কোনও ক্যাজুয়ালটি নেই।’’ ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। সিপিআরও বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে।
আরও পড়ুন:

বার্ধক্যকে ভয়? বয়সকালে কোন ৩টি যোগাসনে শরীরে থাকবে যৌবনের লাবণ্য

কনট্যাক্ট লেন্স পরতে ইচ্ছে করে? লেন্স ব্যবহারের সঠিক পদ্ধতি জানেন কি

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-১৯: পাকা আম খাবেন, নাকি কাঁচা আম?

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হঠাৎ করে ডাউন ব্যান্ডেল লোকালের প্রথম কামরাটি লাইনচ্যুত হয়ে যায়। কামরার কয়েকটি চাকা লাইন থেকে বেরিয়ে গিয়েছে। তবে ট্রেনের গতি কমই ছিল। তাই হতাহতের কোনও ঘটনা ঘটেনি। যদিও ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। রেলের চাকাগুলি লাইনে তোলার কাজ চলছে। সাধারণ যাত্রীরা খুব বিপাকে পড়েছেন।

Skip to content