ছবি প্রতীকী।
আগামী ২৬ মার্চ রবিবার হাওড়া-বর্ধমান কর্ড শাখায় সব ট্রেন বাতিল থাকবে। জানা গিয়েছে, বেলানগর স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ চলার জন্য পরিষেবা বন্ধ থাকবে। ছুটির দিন হলেও যাত্রীরা দুর্ভোগের মুখে পড়বেন বলে মনে করা হচ্ছে।
এদিনই ‘ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস’-এর প্রাথমিক পর্যায়ের পরীক্ষাও আছে। রেল ‘ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস’-এর পরীক্ষার্থীদের সুবিধার্থে দু’টি স্পেশাল ট্রেন চালাবে বলে জানা গিয়েছে। বর্ধমান স্টেশন থেকে সকাল ৮টা ১০ মিনিটে একটি ট্রেন ছাড়বে। অন্যটি সকাল ৯টা ১৫ মিনিটে ছাড়বে। রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১২টার পরেই থেকেই সাধারণ ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাবে। আবার চালু হবে পরের দিন রবিবার রাত ১২টার পর।
আরও পড়ুন:
শাশ্বতী রামায়ণী, পর্ব-৪০: নরমাংসলোলুপ রাক্ষস না কি সুরলোকের অভিশপ্ত গন্ধর্ব?
নারীর যৌনাকাঙ্ক্ষা সপ্তাহের ঠিক কোন দিনে তীব্র হয়, জানাল সমীক্ষা
ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ চলার জন্য রবিবার মেন লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, হাওড়া-মুম্বই এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেনকে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে হাওড়া-বালি, ডানকুনি-বর্ধমানের মধ্যে মেন লাইনে রেল কিছু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, বিশেষ ট্রেন পরীক্ষার্থীদের জন্য চালানো হলেও তাতে অন্য যাত্রীরাও উঠতে পারবেন।