শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

ঘূর্ণিঝড় ‘মোকা দশা’ কাটতে গরম থেকে স্বস্তি ফিরল রাজ্যে। কলকাতা-সহ বাংলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে শনিবার অবধি। দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃদ্ধি পাবে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে। তবে শুধু দক্ষিণ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে হাওয়া দফতর।
হাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে সোমবার থেকে বুধবার অবধি। শুধু বৃষ্টি নয়, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে। ১৮ মে, অর্থাৎ, বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিন বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে। বুধবার থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

ভবিষ্যবাণী: আপনার নামের প্রথম অক্ষর কি ‘এ’? তাহলে জ্যোতিষশাস্ত্র মতে আপনি কিন্তু এই সব গুণের অধিকারী

কুমড়োর বীজ কি ফেলে দেন? এই বীজ আসলে সুস্বাস্থ্যের দাওয়াই জানতেন?

সোমবার থেকে শনিবার উত্তরবঙ্গে বর্ষণ হবে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে। আবহাওয়া দফতর জানিয়েছিল, রাজ্যে তাপমাত্রার বাড়বাড়ন্তের মূলে ছিল ঘূর্ণিঝড় মোকা। রবিবার মোকা বাংলাদেশ এবং মায়ানমার উপকূল দিয়ে চলে যাওয়ার পরে রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন হয়। আলিপুর আবহাওয়া দফতর এও জানিয়েছে, একটি অক্ষরেখা বিহার থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে রাজ্যে বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে জলীয় বাষ্প। সে-কারণেই রাজ্যে চলতি সপ্তাহেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন:

বিধানে বেদ-আয়ুর্বেদ: আমে কী কী পুষ্টিগুণ আছে? ফলের রাজা শরীরের লাভ না ক্ষতির কারণ? কী বলছে আয়ুর্বেদ শাস্ত্র?

স্বাদে-গন্ধে: সামনেই জন্মদিন? বিশেষ দিনের ভূরিভোজে বানিয়ে ফেলুন কাশ্মীরি পদ মটন রোগান জোস!

তবে বৃষ্টির পরিবেশের মধ্যেই কিছু জেলায় এই সপ্তাহেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। মঙ্গলবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে। বুধবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়াতে। তবে হাওয়া দফতর জানিয়েছে, এর পরই এই সব জেলায় আবহাওয়ার পরিবর্তন হবে।

Skip to content