রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


সুজয়কৃষ্ণ ভদ্র।

জামিন পেলেন না ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। স্ত্রী বাণী ভদ্রের প্রয়াত হওয়ার পর মঙ্গলবার তিনি কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন। আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। এ প্রসঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, জেল কোড অনুযায়ী সুজয়কৃষ্ণ ভদ্রকে প্যারোলে মুক্তি দেওয়া যায়। বিচারপতি বলেন, জেল কোড অনুযায়ী তিনি শশ্মান যাত্রায় যেতে পারবেন। আর তাঁকে সাময়িক ভাবে মুক্তি দেওয়া যায় কি না কলকাতা হাই কোর্ট তা শুক্রবার বিবেচনা করে দেখবে।
উল্লেখ্য, সুজয়কৃষ্ণের স্ত্রী বাণী ভদ্রের সোমবার রাত ১টায় হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। তিনি দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার হাই কোর্টে শুনানিতে সুজয়ের আইনজীবী কিশোর দত্ত জানান, ‘‘ওঁর (সুজয়) স্ত্রী মারা গিয়েছেন। তাই আমরা সুজয়কৃষ্ণ ভদ্রের অন্তত ১৫ দিনের জন্য জামিন চাইছি।’’ বিচারপতি বলেন, ‘‘এটি পরে বিবেচনা করে দেখা যাবে। জেল যদি প্যারোল দেয় তাহলে আমার আপত্তি নেই।’’
আরও পড়ুন:

ত্বকের হারানো ঔজ্জ্বল্য ফিরবে এই ৩ পানীয় নিয়মিত খেলে

ধর্মেন্দ্রর মা যখন অন্তঃসত্ত্বা হেমাকে প্রথম দেখেন, তখন সতবন্ত কী বলেছিলেন বাসন্তীকে?

শুনানিতে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি জানান, ‘‘এসকর্ট ছাড়া প্যারোলে মুক্তি দিলে তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা থাকছে।’’ উত্তেরে বিচারপতি বলেন, ‘‘আদালত কোনও প্যারোল দিচ্ছে না। কিন্তু জেল যদি তাঁকে প্যারোল দেয় তাহলে যাতে এসকর্ট দেওয়া হয় সেই নির্দেশ দেওয়া হবে। জেল কোড অনুযায়ী শ্মশান যাত্রায় অংশ নেওয়ার জন্য আজ ছাড়তে পারে।’’ প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩০ মে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ‘কালীঘাটের কাকু’কে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের করে ইডি। তার পরে তাঁকে ইডি গ্রেফতার করেছিল। এখন তিনি প্রেসিডেন্সি সংশোধানাগারে রয়েছেন।

Skip to content