ছবি প্রতীকী
২৪ ঘণ্টার মধ্যেই মালদেহর পরে এ বার নিউ জলপাইগুড়ি। ফের বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। নিউ জলপাইগুড়িগামী এই ট্রেনে মঙ্গলবার দুপুর ১টা ২০ নাগাদ পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে কারশেড এলাকায়।
তবে রেল এখনও পর্যন্ত পাথর হামলার অভিযোগের কথা স্বীকার করেনি। এ প্রসঙ্গে মঙ্গলবার রাতে পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, ‘‘পাথর ছোড়ার বিষয়ে নিয়ে এখনও আমার কিছু জানা নেই।’’
আরও পড়ুন:
এ বার অনলাইনেই বদলানো যাবে আধারে ঠিকানা, লাগবে শুধু পরিবারের প্রধানের সম্মতি, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের
অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-১: অমৃতের সন্ধানে…
রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) সূত্র জানা গিয়েছে, পাথর ছোড়ার ফলে ট্রেনের সি-৩ এবং সি-৬ কামরার জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস মঙ্গলবার সন্ধ্যায় নাগাদ মালদহ টাউন স্টেশনে প্রবেশের পরে কামরার কাচের চিড় চোখে পড়ে। বিশেষ সূত্র জানা গিয়েছে, এ নিয়ে আরপিএফের সামসি পোস্টে অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:
ইংলিশ টিংলিশ: জানেন কি ‘night owl’ বা ‘early bird’ কাকে বলে? কিংবা তিনতলাকে কেন ‘second floor’ বলে?
স্বাদে-গন্ধে: একঘেয়ে চিকেন কারি আর ভালো লাগছে না? বাড়িতেই রেস্তোরাঁর মতো বানিয়ে ফেলুন মুর্গ মালাই হান্ডি
উল্লেখ্য, মালদহ জেলার কুমারগঞ্জে সোমবার সন্ধ্যা নাগাদ হাওড়াগামী বন্দে ভারতে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। পূর্ব রেল জানিয়েছিল, পাথর ছোড়ার জন্য সি-১৩ কামরার ডানদিকের একটি দরজার ক্ষতি হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত শনিবার ভার্চুয়াল কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া ও নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন। রবিবার থেকে নিয়মিত যাত্রী যাত্রা শুরু করেছে এই অত্যাধুনিক ট্রেনে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত শনিবার ভার্চুয়াল কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া ও নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন। রবিবার থেকে নিয়মিত যাত্রী যাত্রা শুরু করেছে এই অত্যাধুনিক ট্রেনে।