ছবি প্রতীকী
ট্রেলারের ট্যাঙ্কে জল মাপতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে। ট্রেলারের ট্যাঙ্কে কতটা জল আছে, তা মাপতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন এক সেনা জওয়ান। এই ঘটনায় বেশ কয়েক জন জখমও হয়েছেন। নিকটবর্তী রেল হাসপাতালে আহতরা চিকিৎসা চলছে। রেল এবং রেলপুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এনজেপি স্টেশনে সকাল পৌনে ৯টা নাগাদ একটি সেনা ট্রেলার পৌঁছয়। ট্রেলারে থাকা ট্যাঙ্কে কতটা জল আছে তা মেপে দেখতে ওঠেন এক সেনা জওয়ান। সেই সময়েই এই দুর্ঘটনাটি ঘটে। তিনি কোনও ভাবে ওভারহেড তার স্পর্শ করে ফেলেন। এই ঘটনায় একই সঙ্গে আরও ৫-৬ সেনা জওয়ান বিদ্যুৎস্পৃষ্ট হন। আহতদের নিকটবর্তী রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন:
শুধু লেবু নয়, তার খোসাও বেশ উপকারী, কোন কোন কাজে একে ব্যবহার করতে পারেন?
খাই খাই: জিভে জল আনা এমন ফুলকপির পরোটাতেই জমে যাক শীতের পাত!
হাসপাতাল সূত্রে জানা খবর, হাসপাতালেই এক জওয়ানের মৃত্যু হয়। অন্যদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। রেলপুলিশ এবং রেল সুরক্ষা বাহিনীর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন৷ সেনা কর্মীরা স্টেশন এবং হাসপাতাল ঘিরে ফেলেন। সূত্র খবর, ওই ট্রেলারটিতে জওয়ানদের একটি ব্যাটালিয়ন অন্যত্র যাচ্ছিল। ট্রেলারটি এনজেপি স্টেশনে থামে। আর সেখানেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।