রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

শনিবার থেকে বেশ কিছু ক্ষণ বন্ধ থাকবে শেওড়াফুলি থেকে তারকেশ্বর রেলপথে ট্রেন চলাচল। শনিবার, ২৭ মে রাত সাড়ে ১০টা থেকে রবিবার, ২৮ মে দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। ওই সময় পর্যন্ত শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত রেলপথে রেলপথের ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ থাকবে না। সেকারণে শনিবার থেকে রবিবার ওই সময় পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। এমনটাই জানিয়েছে পূর্ব রেল।
পূর্ব রেল এও জানিয়েছে, মোট ৮৫৫ মিনিট অর্থাৎ ১৪ ঘণ্টা ২৫ মিনিট ওই রেলপথটি বন্ধ থাকবে। এর জেরে হাওড়া থেকে তারকেশ্বর, আরামবাগ, গোঘাট লাইনে আপ এবং ডাউন শাখায় একাধিক লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। এ নিয়ে শনিবার সকাল থেকেই যাত্রীদের বিষয়টি জানাতে ওই শাখার স্টেশনগুলিতে ঘোষণা করা হচ্ছে। পাশাপাশি রেল নোটিস দিয়েছে।
আরও পড়ুন:

আজও ভিজতে পারে কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলা, তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে রবিবার থেকেই

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫৬: ডিম থেকে বেরনোর পরে বাচ্চাগুলি তিন দিন কিছুই খায় না, এই কদিন দেহলগ্ন কুসুমেই চলে যায়

রেলের নোটিসে জানানো হয়েছে, শনিবার হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার শেষ ট্রেন ছাড়বে রাত ৯ টা ৫ মিনিটে। ট্রেনটি সিঙ্গুর পৌঁছবে রাত ১০টা বেজে ৩ মিনিটে। রবিবার কাজ শেষে হাওড়া থেকে প্রথম ট্রেন ছাড়বে দুপুর ১টা ৫ মিনিটে। উল্টো দিকে, দুপুর ১ টা ২৫ মিনিটে তারকেশ্বর থেকে হাওড়া যাওয়ার ট্রেন ছাড়বে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৩৬: যুগে যুগে যা ‘সবার উপরে’

রং ছাড়াই পাকা চুল হবে কালো, প্রতি দিন পাতে রাখুন এই ৪ খাবার

পূর্ব রেল আরও জানিয়েছে, হাওড়া থেকে তারকেশ্বর শাখায় শেওড়াফুলি এবং দিয়ারা স্টেশনের মধ্যে যান্ত্রিক মেরামতির চলবে। শনিবার, ২৭ মে রাত সাড়ে ১০টা থেকে রবিবার, ২৮ মে দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে এই সময়ের মধ্যে সিঙ্গুর থেকে তারকেশ্বর পর্যন্ত আপ এবং ডাউন শাখায় দু’জোড়া স্পেশাল ট্রেন চলবে।

Skip to content