সোমবার ২০ জানুয়ারি, ২০২৫


শিল্পীর শয়নকক্ষ।

মূলত স্তোত্রপাঠের মধ্য দিয়ে তাঁর লেক গার্ডেন্সের বাসভবনে আজ কিংবদন্তি সংগীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়৷ স্তোত্র পাঠ করেন অধ্যাপক ড. নন্দিনী ভৌমিক ও সম্প্রদায়৷ শিল্পীর ইচ্ছা অনুযায়ী তাঁর পারলৌকিক ক্রিয়া একটু অন্যরকমভাবে পালিত হয়৷ প্রথা অনুযায়ী পুরোহিত ডেকে মন্ত্রোচ্চারণ করে হয়নি৷ তিনি বলেই গিয়েছিলেন আমি মারা যাবার পর গানে-গানে যেন আমার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়৷ তিলজল দিয়ে হোমযজ্ঞ করে এবং সম্পূর্ণ বৈদিকমতে পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়৷
মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাঁর বাড়িতে এসে পুষ্পস্তবক দিয়ে শিল্পীকে শ্রদ্ধা জানান মন্ত্রী ইন্দ্রনীল সেন৷ উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, মালা রায়, নির্বেদ রায়, দেবাশিস কুমার প্রমুখ৷ সংগীতশিল্পীদের মধ্যে তাঁর ছবিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানান অনুপম রায়, মনোময় ভট্টাচার্য, সৈকত মিত্র, শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরি প্রমুখ৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী মুনমুন সেন৷ তিনি তাঁর সন্ধ্যামাসিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন৷ পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে শিল্পীর গান বাজানো হয়৷ শ্রদ্ধা নিবেদন করেন শিল্পীর অসংখ্য ভক্ত৷

ঠাকুরঘরে রাখা শ্রীকৃষ্ণের ফোটো৷

বাড়ির প্রতিটি ঘর শিল্পীর ছবি ও ফুল দিয়ে সাজানো হয়৷ ওঁর শয়নকক্ষে বহুদিনের একটি তানপুরা রাখা আছে৷ প্রায় সত্তর-আশি বছর আগেকার এই তানপুরা৷ এটি শিল্পী ব্যবহার করতেন৷ এই তানপুরাটি বড়ে গোলাম আলি, আমির খাঁ-সহ বহু উচ্চাঙ্গ সংগীত শিল্পীর হাতের ছোঁয়া পেয়েছে৷ ওঁর ঠাকুরঘর যেখানে পৈতৃকসূত্রে পাওয়া প্রায় একশো বছরের শ্রীকৃষ্ণের ফোটো রাখা আছে সেই ঘরটিকেও ফুল দিয়ে সাজানো হয়৷ উনি খুব কৃষ্ণভক্ত ছিলেন৷ পুরো অনুষ্ঠানটি দেখভাল করেন সন্ধ্যা-তনয়া সৌমী সেনগুপ্ত ও জামাতা সিদ্ধার্থ সেনগুপ্ত৷

ছবি সংগৃহীত

Skip to content