রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


কিংবদন্তি সংগীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

গুরুতর অসুস্থ কিংবদন্তি সংগীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকেই শ্বাসকষ্ট শুরু হয় কিংবদন্তি এই শিল্পীর৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। সঙ্গে তাঁর শ্বাসকষ্ট ও জ্বরও রয়েছে। শিল্পীর চিকিৎসার জন্য ইতিমধ্যেই মেডিকেল বোর্ড গঠন করেছে সরকার। প্রখ্যাত এই শিল্পী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না, তা দেখার জন্য তাঁর আরটিপিসিআর পরীক্ষাও করানো হয়েছে। তবে এখনও রিপোর্ট এসে পৌঁছয়নি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার নব্বই বছর বয়সি এই কিংবদন্তি শিল্পী কেন্দ্রীয় সরকারের দেওয়া পদ্মশ্রী পুরস্কার প্রত্যাখ্যান করেন। যা নিয়ে বিভিন্ন মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। এরপরই বুধবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন তিনি বাথরুমে একবার পড়েও গিয়েছিলেন। গতকাল রাতে শিল্পীর শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর কন্যাকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তড়িঘড়ি মুখ্যমন্ত্রী স্বয়ং তাঁকে গ্রিন করিডর করে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করার ব্যবস্থা করেন৷

Skip to content