সোমবার ২০ জানুয়ারি, ২০২৫


হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। ছবি : সংগৃহীত

পদ্মশ্রী উপাধি প্রত্যাখ্যান করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আচমকাই আজ সকালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাঁর কাছে ফোন করে জানতে চাওয়া হয়, ‘কেন্দ্রীয় সরকার তাঁকে পদ্মশ্রী পুরস্কার সম্মানে ভূষিত করতে চায়, তিনি এই পুরস্কার নিতে ইচ্ছুক কি না?’ উত্তরে কিংবদন্তি শিল্পী জানান, ‘আমার কথা বিবেচনা করার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু এই পুরস্কার আমি গ্রহণ করে পারব না। আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার আমার শ্রোতারাই।’

শাস্ত্রীয় সংগীতের আঙিনা থেকে শুরু করে স্বর্ণযুগের বাংলা ছবির গান, আধুনিক গান, হিন্দি ছবির গান সবেতেই তিনি প্রভূত সাফল্য অর্জন করেছেন। পাশাপাশি, রবীন্দ্রসংগীত, টপ্পা, নজরুলগীতি, ভক্তিগীতি, কীর্তন প্রভৃতি বিভিন্ন ধারায় তাঁর অনায়াস বিচরণ ঈর্ষণীয়। এখন তাঁর শরীর ভালো নয়। কয়েকদিন আগেই তিনি বাথরুমে পড়ে যান। তবুও এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘হেমন্তদার (মুখোপাধ্যায়) মতো শিল্পীকে পদ্মশ্রী নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি সবিনয়ে প্রত্যাখ্যান করেন। এত তাড়াতাড়ি আমায় প্রশ্ন করা হল যে, আমি এই পুরস্কার নিতে ইচ্ছুক কি না তা মোটেই সমীচীন নয়। সব মিলিয়ে গোটা ব্যাপারটাই খুব দুর্ভাগ্যজনক বলে মনে হয়েছে আমার। যাঁরা আমাকে সন্ধ্যা মুখোপাধ্যায় হতে অনুপ্রেরণা জুগিয়েছেন সেই বঙ্গবাসীর ভালোবাসাই আমার সবচেয়ে বড় পুরস্কার।’


Skip to content