রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের প্রধান হচ্ছেন রাজীব সিংহ।

অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের প্রধান হচ্ছেন রাজীব সিংহ। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর নামেই অনুমোদন দিলেন। সৌরভ দাসের মেয়াদ শেষ হয় গত ২৮ মে।
নবান্ন রাজ্যপালের কাছে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিংহের নাম প্রস্তাব করে পাঠিয়েছিল। তবে রাজভবন আরও নাম পাঠানোর কথা বলেছিল। রাজভবন সূত্রে খবর, শেষমেশ রাজ্য নির্বাচন কমিশনের প্রধান হিসাবে রাজীব সিংহের নামেই অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন:

ঘূর্ণিঝড় ও নতুন ঘূর্ণাবর্তের জেরে বাংলায় ঢুকতে পারছেন না বর্ষা! দহনযন্ত্রণা আর কত দিন? কী বলছে হাওয়া দফতর

কুমড়োর বীজ কি ফেলে দেন? এই বীজ আসলে সুস্বাস্থ্যের দাওয়াই জানতেন?

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কয়েক মাস পরেই। সেই নির্বাচন রাজীবের নেতৃত্বেই হতে চলেছে। নবান্ন সূত্রে খবর রাজ্যও সেরকমই চেয়েছিল। প্রাক্তন মুখ্যসচিব রাজীবের নাম রাজ্য নির্বাচন কমিশনের প্রধান হিসেবে গত ১৮ মে প্রস্তাব করে নবান্ন রাজভবনে ফাইল পাঠিয়েছিল। রাজ্যপাল বোস একক নামে ছাড়পত্র দিতে রাজি ছিলেন না। এর পরে দ্বিতীয় নাম হিসাবে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার অফিসার অজিতরঞ্জন বর্ধনের নাম প্রস্তাব করে নবান্ন।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-১৯: পাকা আম খাবেন, নাকি কাঁচা আম?

বাস্তুবিজ্ঞান, পর্ব-১৮: বাস্তু মতে আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বার কোন দিকে হওয়া উচিত?

সুত্রের খবর, রাজভবন ফের তৃতীয় নাম চায়। জানা যায়, নবান্ন তৃতীয় নাম পাঠানোর প্রস্তাব মানবে না। দীর্ঘ টানাপড়েনের পরে বুধবার জানা গিয়েছে, অবশেষে নবান্নের প্রস্তাবেই সায় দিয়েছেন রাজ্যপাল বোস। প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিংহকেই রাজ্য নির্বাচন কমিশনের প্রধান পদে অনুমোদন দিয়েছে রাজভবন।

Skip to content