ছবি: প্রতীকী।
রবিবার উত্তরের পাশাপাশি দক্ষিণের একাধিক জেলায় হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজেছে কলকাতাও। সোমবারও সকাল থেকে শহরের আকাশের মুখ ভার। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস আছে। যদিও তাতে খুব একটা লাভ হবে না। কারণ রাজ্যের কয়েকটি জেলা তীব্র উত্তাপের হাত থেকে এখনই রেহাই পাবে না।
তবে আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে বর্ষা ঢুকতে পারে। সে রকমই অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কিছু জায়গায়। এ ছাড়াও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।
আরও পড়ুন:
রাজের কাছে বিবাহবিচ্ছেদের দাবি জানিয়েছিলেন পরীমণি, ছেলের জন্যই মিটমাটের ইঙ্গিত?
রং ছাড়াই পাকা চুল হবে কালো, প্রতি দিন পাতে রাখুন এই ৪ খাবার
এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা পূর্ব উত্তরপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত অবস্থান করছে। এর জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। হাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:
পঞ্চমে মেলোডি, পর্ব-১৫: পঞ্চমের অনবদ্য সৃষ্টির মধ্যে একটি কিশোরের গাওয়া জনপ্রিয় ‘নদিয়া সে দরিয়া’ গানটি
ইংলিশ টিংলিশ: চলিত ভাষায় ইংরেজিতে সহজে কীভাবে কথা বলবেন?
কিন্তু আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার বিভিন্ন অংশে তাপপ্রবাহ হাতে পারে। সেই মতো কমলা সতর্কতাও জারি করেছে হাওয়া দফতর। সোমবার ২৪ ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশপাশে থাকতে পারে।