শনিবার ৬ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী

কলকাতা-সহ রাজ্যের কয়েকটি জেলায় শুক্রবার দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি। এখনও পর্যন্ত টানা বৃষ্টি চলেছে। শুক্রবার সন্ধ্যায় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কয়েক ঘণ্টা বৃষ্টি চলতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। হাওয়া দফতর সতর্ক করে জানিয়ে দিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলার বিভিন্ন এলাকায় রাত পর্যন্ত ঝড়-বৃষ্টি চলতে পারে।
শুক্রবার দুপুরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছিল হুগলি-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। রাজ্যের একাধিকে জেলায় তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই আচমকা বৃষ্টিতে কোনও কোনও জায়গায় কিছুটা স্বস্তি মিলেছে।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-১৯: পাকা আম খাবেন, নাকি কাঁচা আম?

লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন, পর্ব-১: কেবলই দৃশ্যের জন্ম হয়…

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার কিছু অংশে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে রাত ৮-৯টা পর্যন্ত। পাশাপাশি বাঁকুড়া এবং হাওড়াতেও একই সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, বাঁকুড়া এবং হাওড়া তিন জেলাতেই বিভিন্ন এলাকায় রাত ৮-৯ পর্যন্ত বৃষ্টি ও সঙ্গে দমকা হাওয়া বইতে পারে।
আরও পড়ুন:

স্বাদে-আহ্লাদে: গরমের দিনে বাড়িতে হঠাৎ অতিথি এসেছে? গলা ভেজাতে তৈরি করে ফেলুন ম্যাংগো মোজিতো

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫৮: বাঁকুড়ার রামসাগরে বিড়াই নদীকে কেন্দ্র করে প্রায় তিনশটি মাছের হ্যাচারি পূর্ণমাত্রায় দক্ষতার সঙ্গে কাজ করছে

এদিকে, দক্ষিণের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। তবে আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গের জন্য সুখবর শুনিয়েছে। জানানো হয়েছে, উত্তরবঙ্গে বর্ষার ঢোকার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েক দিনে ভারী বর্ষণের সতর্কতাও জারি করেছে হাওয়া দফতর।

Skip to content