শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

আর অপেক্ষা নয়, নতুন বছরের শুরু থেকেই ক্রমশ পারদপতন হচ্ছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১৫.৫ ডিগ্রি। মঙ্গলবার শহরের সর্বোচ্চ পারদ ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস কম। হাওয়া দফতরের রিপোর্ট বলছে, বুধবার শহরের তাপমাত্রা আরও কিছুটা কমবে। সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, যা স্বাভাবিক। বুধবার ২৩ ডিগ্রির ঘরে থাকতে পারে কলকাতার সর্বোচ্চ পারদ। তবে তাপমাত্রা কমলেও তা বেশি দিন স্থায়ী হবে না। আলিপুর আবহাওয়া জানিয়েছে, আগামী দু’-তিন দিনের মধ্যে তাপমাত্রার পারদ ফের বৃদ্ধি পেতে পারে।
শুধু তাপমাত্রা কমা নয়, বেড়েছে কুয়াশার মাত্রাও। ভোরে চতুর্দিক কুয়াশার চাদরে ঢাকা থাকছে। তবে বেলা বাড়লে কুয়াশার আস্তরণ সরেও যাচ্ছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের উপর একটি ঘূর্ণাবর্ত করছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি বাংলার পূর্ব দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসও ঢুকছে। তাই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-২৭: তীর্থদর্শন

সেদিন ‘খণ্ডরে’র পুনঃপ্রদর্শন আনন্দ দিয়েছিল বিশ্বের তাবড় সিনেমাপ্রেমী থেকে বরেণ্য সেই পরিচালককে

আলিপুর হাওয়া দফতর কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে। রাজ্যের সাতটি জেলায় আগামী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং জেলায় অল্প বিস্তর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে শনিবার পর্যন্ত দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

Skip to content