শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

রাজ্যে মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে। সেই সঙ্গে মঙ্গলবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতিরও হতে পারে।
হাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ রাজ্যে বৃষ্টি চলবে আগামী শনিবার পর্যন্ত। এর মধ্যে বৃহস্পতিবার থেকে শনিবার দক্ষিণবঙ্গে বর্ষণের পরিমাণ বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে।
আরও পড়ুন:

এ বার হোয়াটসঅ্যাপেও টেলিগ্রামের মতো সুবিধা! আসছে ১২টি নতুন আকর্ষণীয় ফিচার

ভুঁড়ি কমছে না কিছুতেই? জেনে নিন পেটের চর্বি কমানোর সহজ উপায়

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় সোমবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। মিনিট তিনেকের ঝড়ে লন্ডভন্ড কলকাতার একাংশ। গাছ ভেঙে পড়েছে শহরের একাধিক জায়গায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৪ কিমি। শুধু শহর নয়, জেলাতেও ঝড়ের বেশ দাপট ছিল। ঝড়ের তাণ্ডবে দক্ষিণবঙ্গে ৩ জনের মৃত্যু হয়েছে। হাওয়া অফিস গতকাল সোমবারের পর মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-১১: ‘কটি পতঙ্গ’ ছবিতে পঞ্চমের সুরে কিশোর নিজেকে উজাড় করে দেন

স্বাদে-গন্ধে: একঘেয়ে কাতলা? স্বাদবদল করুন ‘কমলা কাতলা’ রেসিপিতে! রইল সহজ রেসিপি

হাওয়া দফতর এও জানিয়েছে, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায়। যদিও মঙ্গলবার কলকাতায় বৃষ্টি হবে কি না, হাওয়া অফিস এখনও জানায়নি। উত্তরবঙ্গের সব কটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে। সেই সঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে।

আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদের তেমন একটা পার্থক্য হবে না। আজ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ পারদ ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

Skip to content