ছবি: প্রতীকী।
তীব্র গরমে অবশেষে স্বস্তির খবর। শেষমেশ আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। আগামী শনিবার ২২ এপ্রিল দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া এবং বাঁকুড়াতে বর্ষণের সম্ভাবনা রয়েছে। যদিও আবহাওয়া দফতর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি।
একটানা কয়েক দিন ধরে পুড়ছে দক্ষিণবঙ্গ। মঙ্গলবারও তীব্র গরমে কাহিল মানুষ। কলকাতা-সহ বাংলার বিভিন্ন জেলায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। দহনজ্বালা থেকে বাঁচতে সকলেই এখন বৃষ্টির অপেক্ষায়। অবশেষে এই পরিস্থিতিতে আশার বার্তা শুনিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন:
আপনার সঙ্গীর মধ্যে কি এই লক্ষণগুলি প্রবল? হতে পারে আপনি তাঁর প্রথম পছন্দ নয়
বেলা গড়ালেই লু বইবে! বাংলা-সহ ন’রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি মৌসম ভবনের
এদিকে, আগেই আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছিল, আগামী শনিবার, ২২ এপ্রিল থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হবে। সেই সঙ্গে ক্রমশ তাপমাত্রাও কমবে। তবে শুক্রবার, ২১ এপ্রিল অবধি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। অবশেষে আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলে গেলে ভিজবে দক্ষিণবঙ্গের জেলাগুলি।
আরও পড়ুন:
স্কুলপড়ুয়াদের গ্রীষ্মের ছুটিতে কী কী করতে হবে, নির্দেশিকা জারি করে জানিয়ে দিল শিক্ষা দফতর
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪০: শুধু খাল-বিল ঝিল নয়নজুলিতে মৌরালা মাছ করে প্রায় ২০ লক্ষ শিশুর অনুপুষ্টির ঘাটতি মেটানো সম্ভব
শুধু দক্ষিণবঙ্গ নয়, পুড়ছে উত্তরবঙ্গও। হাওয়া অফিস উত্তরবঙ্গের জন্যও স্বস্তির খবর শুনিয়েছে। বুধবার বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ওই জেলাগুলিতে শুক্রবারও বর্ষণ হতে পারে।