রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি: প্রতীকী।

বন্দে ভারতের সময়ের কিছু রদবদল করল রেল। তবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারতের সময়ের পরিবর্তন করা হয়েছে শুধু বারসোই স্টেশনের ক্ষেত্রে। এমনটাই রেল সূত্রে খবর। বারসোই স্টেশনে আপ এবং ডাউন দু’ক্ষেত্রেই সময়সূচি বদলানো হয়েছে।
রেল জানিয়েছে, নতুন সময়সূচি কার্যকর হবে আগামী ১০ এপ্রিল থেকে। আপ এবং ডাউন দু’ক্ষেত্রেই বন্দে ভারতের সময়সূচি বদল হবে। ২২৩০১ আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত হাওড়া স্টেশন থেকে ছাড়ে সকাল ৫টা ৫৫ মিনিটে। ট্রেনটি যাওয়া এবং আসা উভয় পথেই বোলপুর, মালদহ টাউন এবং বারসোইতে থামে।
আরও পড়ুন:

দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়াল ৬ হাজার, এক দিনে সংক্রমণ বৃদ্ধি ১৩ শতাংশ, বৈঠক ডাকল উদ্বিগ্ন কেন্দ্র

চোখের কী কী সমস্যা হলে বুঝবেন আরও গুরুতর কোনও রোগের সম্ভাবনা রয়েছে

এখনকার সময়সূচি অনুযায়ী, হাওড়া থেকে সকাল ৫টা ৫৫ মিনিটে বন্দে ভারত ছেড়ে বারসোই স্টেশনে ১১টা ৫০ মিনিটে পৌঁছয়। তবে রেল জানিয়ে দিয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ১১টা ৩৮ মিনিটে বারসোই স্টেশনে পৌঁছবে বন্দে ভারত। দু’মিনিট দাঁড়িয়ে আবার রওনা দেবে গন্তব্যের দিকে।
আরও পড়ুন:

ঘুমানোর ধরন দেখে জেনে নিন আপনার সঙ্গী কেমন মনের মানুষ, কী বলছে জ্যোতিষশাস্ত্র

ভিন্ন স্বাদের চিকেন রেসিপি চান? ক্রিস্পি চিকেন বানাতে সময়ও লাগে কিন্তু খুব কম!

অন্য দিকে, এখনকার সময়সূচি অনুযায়ী, নিউ জলপাইগুড়ি থেকে ২২৩০২ ডাউন নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত ছেড়ে বারসোইতে বিকেল ৪টে ৪৪ মিনিটে পৌঁছয়। যদিও ডাউন বন্দে ভারত আগামী ১০ এপ্রিল থেকে বারসোতে পৌঁছবে ৪টে ৩৩ মিনিটে। এক্ষেত্রেও বারসোই স্টেশনে দু’মিনিট দাঁড়াবে ট্রেনটি। তবে রেল জানিয়েছেন, রুটের বাকি স্টেশনের ক্ষেত্রে সময় অপরিবর্তিতই থাকছে।

Skip to content