শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


গঙ্গার নিচে মেট্রো পথ।

অবশেষে উদ্বোধন হয়ে গেল বহু প্রতীক্ষিত গঙ্গার নীচের মেট্রো রেলের। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গঙ্গার নীচের মেট্রো উদ্বোধন করলেন। একইসঙ্গে দেশের আরও পাঁচটি মেট্রো প্রকল্পের তিনি উদ্বোধন করেছেন। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে জমে উঠেছিল ভিড়। তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা চান। প্রধানমন্ত্রী মেট্রো স্টেশন চত্বর ঘুরে দেখে জনতার উদ্দেশে হাত নাড়ান। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর পর তিনি স্কুলপড়ুয়াদের সঙ্গে মেট্রো সফরও করেন। প্রধানমন্ত্রী স্কুলপড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায়ও মাতে ওঠেন। মেট্রো আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন।
আরও পড়ুন:

রাতের ঘুম কেড়েছে মোবাইল ঘাঁটার অভ্যাস? এই সব উপায় মেনে চললে মিটবে অনিদ্রার সমস্যা

এই দেশ এই মাটি, ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১: রাজমালা ও ইতিহাসের আলোকে ত্রিপুরা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইস্ট-ওয়েস্ট মেট্রোর নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটার এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত ১.২৫ কিলোমিটার সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন। কলকাতার মেট্রো ক্ষেত্রে প্রায় ১১.৪৫ কিলোমিটার পথের সংযুক্তি ঘটবে।

Skip to content