ছবি প্রতীকী। সংগৃহীত।
বারাসতে সিগন্যালজনিত ত্রুটির জেরে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। এই যান্ত্রিক ত্রুটির জেরে প্রায় ৪ ঘণ্টা ধরে ট্রেন চলাচল ব্যাহত। বহু ট্রেন বাতিল করা হয়েছে। রেলযাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা প্ল্যাটফর্মে বসে রয়েছেন। অনেকে ট্রেনের ভিতরে রয়েছেন। অফিসে যাওয়ার সময়ে এমন ঘটনায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা।
বারাসতে পয়েন্ট সিগন্যাল পয়েন্ট শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ খারাপ হয়ে যায়। এর জন্য বনগাঁ এবং হাসনাবাদ আপ এবং ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বনগাঁ থেকে শিয়ালদহগামী দ্বিতীয় ট্রেন দাঁড়িয়ে যায় বামনগাছি স্টেশনে। এর ব্যাপক প্রভাব পড়ে শিয়ালদহের অন্য শাখার ট্রেনেও।
আরও পড়ুন:
আপনি কি ব্রণর সমস্যায় জেরবার? লবঙ্গ তেলেই মিলতে পারে মুক্তি
দশভুজা: রোজ একশোরও বেশি বাচ্চা তাদের দাদির হাতের রান্না খেয়ে যায়
সকাল সাড়ে ৮টা নাগাদ ওই খারাপ হয়ে যাওয়ায় সিগন্যাল পয়েন্ট ঠিক করা হয়। সব মিলিয়ে প্রায় এক থেকে দেড় ঘণ্টা পরে ট্রেন পরিষেবা ফের শুরু হয়। যদিও এখনও পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয়নি। বনগাঁ, চাঁদপাড়া, ঠাকুরনগর, গোবরডাঙা, হাবড়া, অশোকনগর— সব স্টেশনেই যাত্রিভোগান্তির একই দৃশ্য। এ প্রসঙ্গে রেল জানিয়েছে, দমদম-বারাসত-বনগাঁ শাখায় ছ’টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও আরও ১৪টি লোকাল ট্রেন দেরিতে চলছে। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত বহু ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে।
আরও পড়ুন:
ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৯: যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪: শুভ পরিণয়বেলা
এই প্রসঙ্গে, পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “বারাসতে একটি পয়েন্ট খারাপ হয়ে গিয়েছিল। এর জেরে সকাল থেকে বনগাঁ এবং হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। ৯টা নাগাদ পয়েন্ট ঠিক হয়। বনগাঁ শাখায় ট্রেন চলাচল শুরু করেছে। তবে হাসনাবাদ শাখায় সকাল ১১টা পর্যন্ত ট্রেন চালানো সম্ভব হয়নি। দ্রুত গতিতে কাজ চলছে। তাড়াতাড়ি পরিষেবা স্বাভাবিক হবে।”