রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ৩ যুবকের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুরে। মেয়েকে কটূক্তির প্রতিবাদ করায় এলাকারই ৩ যুবক খুন করে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:

স্বাদে-গন্ধে: সামনেই জন্মদিন? বিশেষ দিনের ভূরিভোজে বানিয়ে ফেলুন কাশ্মীরি পদ মটন রোগান জোস!

মুরগির মাংস না কি মাছ, ওজন কমাতে কার উপর ভরসা রাখবেন?

পুলিশ সূত্রে খবর, শ্যামপুরের বাসিন্দা নিহত যুবকের বয়স কমবেশি পঁয়ত্রিশ বছর। তাঁর কন্যা দশম শ্রেণির পড়ুয়া। অভিযোগ, মৃতের মেয়ে গত রবিবার সন্ধ্যায় সাইকেলে চড়ে কোচিং থেকে ফিরছিলেন। সে সময় তাঁর পথ আটকায় পাড়ারই ৩ যুবক। অভিযুক্তরা দশম শ্রেণির ওই ছাত্রীর শ্লীলতাহানি করার চেষ্টা করে বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে মেয়ের বাবা। জানা গিয়েছে, তিনি মেয়েকে কটূক্তির প্রতিবাদ করায় পাড়ারই ওই ৩ যুবক তাঁকে মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় ছাত্রীর বাবাকে প্রথমে ভর্তি করা হয় শ্যামপুরের গ্রামীণ হাসপাতালে। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া। সোমবার রাতে ওই যুবকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:

অনুষ্কার দেহরক্ষীর বার্ষিক আয় কত জানেন? বেতনের অঙ্কে সোনু অনেক সিইওকেও টেক্কা দেবেন

জ্যোতির্লিঙ্গ যাত্রাপথে, পর্ব-৩: বাবা বিশ্বনাথের দরবারে

নিহতের পরিবার শ্যামপুর থানায় অভিযোগ দায়ের করেছে। নিহতের কন্যার দাবি করেছেন, ‘‘সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার পথে ৩ যুবক আমাকে কটূক্তি করে। তারা আমার হাত ধরে টানাটানি করে। সাইকেল কেড়ে নেওয়ার চেষ্টা করে। সে সময় আমার চিৎকারে বাবা ছুটে আসে। কিন্তু বাবা প্রতিবাদ করলে ৩ যুব বাবাকে টেনে-হিঁচড়ে নিয়ে চলে যায়।’’
এই ঘটনায় নিহতের স্ত্রী বলেন, প্রতি দিনই তাঁর স্বামী মেয়েকে কোচিং থেকে আনতে যান। রবিবারও গিয়েছিলেন তিনি। কিন্তু ফেরার পথে টিটন, টিন্টন এবং শান্তনু নামে এলাকার ৩ যুবক তাঁর স্বামীর উপর হামলা চালায় বলে তাঁর অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Skip to content