শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

গত ১৫ ফেব্রুয়ারির বাজেট অধিবেশনের দিন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৩ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ)-র ঘোষণা করেছিলেন। শুক্রবার সন্ধ্যায় নবান্ন এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, সরকার অধিগৃহীত সংস্থা, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা, পুরসভা, পুর নিগম, পঞ্চায়েত কর্মী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করছে রাজ্য সরকার।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-২৭: উত্তমের প্রশ্নে মজাদার জবাব ভানুর, হাসির বন্যা বয়ে গেল নিউ থিয়েটার্স স্টুডিয়ো ফ্লোরে

‘সেলফি’ মুক্তির আগে অক্ষয়ের চোখে জল, কবে থেকে ব্যর্থতায় ডুবে আছেন খিলাড়ি?

হেলদি ডায়েট: অ্যাডিনোভাইরাসের প্রকোপ বাড়ছে শিশুদের মধ্যে! ভাইরাস এড়াতে খুদের পাতে কী কী রাখবেন?

আগামী ১ মার্চ থেকে রাজ্য সরকারি কর্মচারীরা ৬ শতাংশ হারে ডিএ পাবেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০২১ সালের জানুয়ারি মাসে ডিএ বাড়িয়েছিল। সেবার ৩ শতাংশ হারে ডিএ বাড়ানো হয়। এ বারের বাজেটে আরও ৩ শতাংশ ডিএ যুক্ত করা হয়েছে। তাই রাজ্য সরাকরি কর্মীরা ১ মার্চ মাস থেকে ৬ শতাংশ হারে ডিএ পাবেন।

Skip to content