শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


প্রায় ৭২ ঘণ্টা পার। এখনও কুড়মিদের রেল অবরোধ নিয়ে জট কাটেনি। অবরোধের জেরে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। কুড়মিরা নিজেদের অবস্থানে অনড়। তাঁরা জানিয়ে দিয়েছেন, দাবি না মিটলে আন্দোলন আরও বড় আকার নেবে। সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় দু’শোর বেশি ট্রেন বাতিল করা হয়েছে। শুক্রবার বাতিল করা হয়েছে ৭১টি দূরপাল্লা ও প্যাসেঞ্জার ট্রেন এবং শনিবার বাতিল করা হয়েছে ৯৫টি ট্রেন। এছাড়াও খড়্গপুর ডিভিশনের হাওড়া, শালিমার বা খড়্গপুর থেকে টাটানগর, বিলাসপুর, মুম্বইগামী ট্রেনও বাতিল করতে হয়েছে।
আরও পড়ুন:

তাপপ্রবাহের আশঙ্কা বাংলা-সহ ১০ রাজ্যে! পাঁচ দিনে তাপমাত্রার পারদ ছড়বে ২-৪ ডিগ্রি সেলসিয়াস

টুথ পেস্ট দিয়ে কেবল দাঁতই মাজেন? এই মাজন কিন্তু সংসারের আরও অনেক কাজ লাগতে পারে

কিছু ট্রেন আবার চান্ডিল হয়ে যাতায়াত করছিল। কুড়মিরা এই রুটের মধ্যে কোটশিলায় অবরোধের ডাক দিয়েছেন। এর জেরে টাটানগর, বিলাসপুর, মুম্বই রুটে ট্রেন চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে। এর ফলে বিপাকে পড়েন দূরদূরান্তের যাত্রীরা। এদিকে রেল কর্তৃপক্ষ রবিবারও ৯৩টি ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছেন।
আরও পড়ুন:

শাশ্বতী রামায়ণী, পর্ব-৪২: বাস কোথা যে পথিক — এবার কি গন্তব্য সুতীক্ষ্ণমুনির আশ্রম?

টুইটারকে টেক্কা দিতে নতুন অ্যাপ আনছে মেটা! এর বিশেষত্ব কী?

ধবার থেকে ‘রেল টেকা, ডহর ছেঁকা’ কর্মসূচিতে বুখেমাশুলিতে জাতীয় সড়ক ও রেল অবরোধ শুরু হয়েছে। খেমাশুলিতে মঙ্গলবার থেকে জাতীয় সড়ক অবরোধ করছে কুড়মি সমাজ (পশ্চিমবঙ্গ)। খেমাশুলিতে কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের রাজ্যনেতা রাজেশ মাহাতো রয়েছেন। আন্দোলন দুটি পৃথক ভাবে শুরু হলেও তাদের দাবি একই— তফসিলি উপজাতি ও সারনা ধর্মের স্বীকৃতি চাই।

উল্লেখ্য, একই দাবিতে গত বছর সেপ্টেম্বর মাসে এই খেমাশুলিতেই একটানা ৬ দিন জাতীয় সড়ক ও রেল অবরোধ করা হয়েছিল। এবারের আন্দোলনের জট কাটাতে বুধবার কলাইকুন্ডায় কুড়মি নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেন জেলাশাসক ও পুলিশ সুপার। যদিও এখনও রফাসূত্র মেলেনি।

Skip to content