মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ক্রমশ চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। এমন সময় রাজ্যবাসীকে সতর্ক হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাস্ক পরার পাশাপাশি, যতটা সম্ভব করোনা সতর্কবিধি মেনে চলার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এও বলেছেন, ইদের পর তিনি নিজেও আবার মাস্ক পরা শুরু করবেন।
মমতা বুধবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করেন। সেখানে করোনা পরিস্থিতি নিয়ে বঙ্গবাসীকে এই বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মাস্ক পরা এবং ভিড় এড়িয়ে চলার কথাও বলেছেন। তবে, মুখ্যমন্ত্রীর কথায়, বাংলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। তবুও আগাম সাবধান হওয়া দরকার। শুধু মাস্ক নয়, মমতা সেই সঙ্গে আগামী দু’তিন মাস স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন:
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-১৬: গরমে কক্ষনও ডিম খেতে নেই?
অবশেষে তীব্র তাপপ্রবাহের মাঝে স্বস্তির বার্তা! সপ্তাহান্তেই দক্ষিণবঙ্গের আট জেলা বৃষ্টিতে ভিজতে পারে
মুখ্যমন্ত্রী বলনে, রাজ্যে এই মুহূর্তে ৪৯ জন কোভিড আক্রান্ত হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ৯ জনের অক্সিজেন সরবরাহের দরকার হচ্ছে। এখনও পর্যন্ত কারও ভেন্টিলেশনের প্রয়োজন হচ্ছে না। সবাই সুস্থ হয়ে উঠছেন। সব মিলিয়ে করোনা নিয়ে এখনই চিন্তার কারণ নেই। তবে গরমের কথা মাথায় রেখে তিনি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘গরমে রোগের পরিক্রমা শুরু হয়। তাই পারলে মাস্ক পরবেন। ভিড় এড়িয়ে চলুন। ইদের পর আমিও মাস্ক পরতে শুরু করব। আমার বেশ কয়েকটা ইফতারের নেমন্তন্ন আছে। সেগুলো তো এড়িয়ে যেতে পারি না। তাই ইদ মিটলে আমিও মাস্ক পরব।’’
মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘গরমে রোগের পরিক্রমা শুরু হয়। তাই পারলে মাস্ক পরবেন। ভিড় এড়িয়ে চলুন। ইদের পর আমিও মাস্ক পরতে শুরু করব। আমার বেশ কয়েকটা ইফতারের নেমন্তন্ন আছে। সেগুলো তো এড়িয়ে যেতে পারি না। তাই ইদ মিটলে আমিও মাস্ক পরব।’’
আরও পড়ুন:
মুরগির মাংস না কি মাছ, ওজন কমাতে কার উপর ভরসা রাখবেন?
পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-১: রাজার ছেলেদের রাজনীতি-কূটনীতি শেখানোর জন্যই লেখা হয়েছিল এই গ্রন্থ
রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ফের ১০০-র গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। বিশেষজ্ঞেরা সংক্রমণের হার নিয়ে কিছুটা চিন্তায় রয়েছেন। এই পরিস্থিতিতে মানুষকে আগেভাগেই সতর্ক করতে মঙ্গলবার আবার কোভিড-নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। সেই নির্দেশিকায় মাস্ক পরা, ভিড় এড়িনো, জ্বর বা সর্দিকাশি হলে কোভিড পরীক্ষা করা, নিভৃতবাসে থাকা, চিকিৎসকদের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক না খাওয়ার মতো একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।