শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গায়ক অরিজিৎ সিংহের ভূয়সী প্রশংসা করলেন। মুর্শিদাবাদের জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়তে চান সংগীতশিল্পী অরিজিৎ। তিনি তাঁর মনের কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন।
সোমবার ‘মুর্শিদাবাদের ছেলের’ জেলায় দাঁড়িয়েই সমস্তরকম সাহায্যের আশ্বাস দিলেন মমতা। মুর্শিদাবাদে প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানিয়েছেন। তিনি এও বলেন, ‘‘অরিজিৎ মা-মাটি-মানুষের লোক।’’
আরও পড়ুন:

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, রাজ্য সরকারি কর্মীদের অপেক্ষার মেয়াদ আরও বাড়ল

আপনার সন্তান কি পড়া মনে রাখতে পারে না? তাহলে সকাল শুরু হোক গুড় দিয়ে, সঙ্গে থাকুক এই উপাদানটিও

মুখ্যমন্ত্রী বলেন, “ও সারা বিশ্বের গর্ব। ও জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ হাসপাতাল গড়তে চায়। মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলছি, তুমি করো, সব রকম সাহায্য করবে রাজ্য সরকার। তুমি এগিয়ে এসো।’’ পাশাপাশি মমতা এও বলেন, ‘‘ও (অরিজিৎ) মা-মাটি-মানুষের লোক। ওর কোনও অহঙ্কার নেই। ওর নিজের গুণই অলঙ্কার। কাজেই এই ধরনের যে কাজ হবে আমরা করব।’’

Skip to content