শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

কলকাতা আজ চলতি মরসুমের শীতলতম দিন! গত কয়েকদিন ধরে হালকা শীত শীত ভাব আবার কখনও বা গরম— এরকম একটা পরিস্থিতি দেখা দিয়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর মাঝে আলিপুরের আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে সামান্য নেমেছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে উত্তুরে ঠান্ডা হাওয়াও দোরগোড়ায় দাঁড়িয়ে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার পাশাপাশি আরও কয়কটি জায়গার তাপমাত্রা চলতি মরসুমে থেকে কম ছিল। বৃহস্পতিবার কলকাতার পারদ ছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি। সল্টলেক ১৯.১ ডিগ্রি, আলিপুর ১৯.১ ডিগ্রি এবং হাওড়ায় তাপমাত্রার পারদ ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:

পাতালবন্দি কার্বন-ডাই-অক্সাইড, প্রাণ চাই… চাই মুক্ত বায়ু

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-২৩: সুন্দরবনে কুমিরের দেবতা কালু রায়

এর মধ্যে আলিপুর ও দমদমের তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে কম। পাশাপাশি ১৫ সেলসিয়াসের নীচে নেমেছে বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূমেও সর্বনিম্ন তাপমাত্রার পারদ। ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা নেমে গিয়েছিল নদিয়া-মুর্শিদাবাদে। আবহাওয়া দফতর জানিয়েছে, নভেম্বরের বাকি দিনগুলিতেও দক্ষিণবঙ্গ জুড়ে শীত শীত ভাব থাকবে। সেই সঙ্গে এও জানিয়ে দেওয়া হয়েছে, শীতও আর বেশি দূরে নেই।
আরও পড়ুন:

চলো যাই ঘুরে আসি, অন্নপূর্ণা বেস ক্যাম্পের পথে, পর্ব-১: টি-হাউসের সামনের পাহাড়ের শৃঙ্গ-রা যেন রঙের উৎসবে মেতে উঠেছে

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-২১: শ্রীমার ঠাকুরের প্রতি যত্ন

এক সপ্তাহ পরে ডিসেম্বর মাস শুরু। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আর দু-তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে উত্তুরে হিমেল হাওয়া প্রবেশ করতে শুরু করবে। ফলে স্বাভাবিক ভাবেই তাপমাত্রাও আরও কমবে। পূর্বাভাস অনুযায়ী উত্তুরে হাওয়া প্রবেশ করলে দু-তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি নীচে নামবে।

Skip to content