ছবি প্রতীকী
সাত সকালে বিপত্তি দূরপাল্লার ট্রেনে। খুলে গেল ইস্পাত এক্সপ্রেসের দু’টি কামরার মাঝের কাপলিং। আপ ইস্পাত এক্সপ্রেস রবিবার সকালে হাওড়া থেকে রওনা দিয়েছিল। ছাড়ার সময় সব কিছু ঠিক থাকলেও হাওড়ার বাকসারা গেট পেরনোর সময় দু’টি কামরার মাঝের কাপলিং খুলে গিয়েছে। ফলে ট্রেনের ইঞ্জিনটি দু’টি কামরা নিয়ে বেরিয়ে যায়। এক্সপ্রেসের বাকি কামরা এখন সাঁতরাগাছিতে রয়েছে।
রেল সূত্রে খবর, ইস্পাত এক্সপ্রেস রবিবার সকাল ৮টা ৪৩ মিনিটে হাওড়া থেকে রওনা দিয়েছিল। বাকসাড়া গেট এলাকায় সকাল ৯টা ৫ মিনিট নাগাদ ট্রেনটির দ্বিতীয় কামরার কাপলিং খুলে যায়। ফলে ওই কামরা দু’টিকে নিয়ে ইঞ্জিন চলে এক্সপ্রেসের গতিবেগ কম ছিল। যদিও সে সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশে সকাল ৯টা ২৫ নাগাদ ট্রেনটিকে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, ইস্পাত এক্সপ্রেস রবিবার নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ২ ঘণ্টা দেরিতে হাওড়া থেকে ছেড়েছিল ।
আরও পড়ুন:
রবিবারও কনকনে ঠান্ডায় কাবু কলকাতা, একাধিক জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস, শীত আরও বাড়বে?
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, বয়স হয়েছিল ৮৮ বছর
সাঁতরাগাছিতে ইস্পাত এক্সপ্রেসের বাকি কামরাগুলি অনেক ক্ষণ দাঁড়িয়ে আছে। রেল সূত্রে খবর, নতুন ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। কীভাবে এমনটা ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।