সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

শিয়ালদহ শাখায় বাতিল হচ্ছে বহু ট্রেন। এক টানা চার দিন ধরে ট্রেন বাতিল থাকায় যাত্রীদের ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রেন বাতিলের কথা পূর্ব রেল বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে। রেল জানিয়েছে, দমদম স্টেশনে আগামী ১ মার্চ থেকে ৪ মার্চ অবধি নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। ফলে ট্রেন পরিষেবা এই সময়ের মধ্যে আংশিক ব্যাহত হবে। তার মধ্যে শনিবার এবং রবিবার কিছু ট্রেন পুরোপুরিই বাতিল থাকবে। পূর্ব রেলের জানিয়েছে, সুরক্ষিত এবং নিরাপদ ট্রেন পরিষেবার জন্য নন-ইন্টারলকিংয়ের এই কাজ খুবই গুরুত্বপূর্ণ।
যাত্রীদের উদ্দেশে রেল জানিয়েছে, শনিবার ও রবিবার কথাও রেলযাত্রার পরিকল্পনা থাকলে আগে থেকে জেনে নিতে হবে সেই ট্রেন বাতিল করা হয়েছে কি না। নিকটবর্তী রেল স্টেশন এবং রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ট্রেন বাতিলের সব তথ্য জানা যাবে।

রেল ট্রেন বাতিলের একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন দুই-ই রয়েছে। শিয়ালদহ থেকে হাসনাবাদ, ঠাকুরনগর, হাবড়া, ডানকুনি, রানাঘাট, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, নৈহাটি, বারাসত, গোবরডাঙা, কাটোয়া, ব্যারাকপুর, বর্ধমান, দত্তপুকুর, বজবজ এবং বনগাঁ পর্যন্ত আপ এবং ডাউন লাইনে যে সব ট্রেন চলাচল করে তার একটা বড় অংশ আগামীকাল ২ মার্চ শনিবার বাতিল করা হয়েছে।
আরও পড়ুন:

‘এসো মা লক্ষ্মী’ গানের গীতিকার মিল্টু ঘোষ প্রয়াত

দীপিকা কবে মা হচ্ছেন? ইনস্টাগ্রামে জানালেন অভিনেত্রী, জানালেন সময়ও

শিয়ালদহ শাখায় ৩ মার্চ রবিবারও কিছু ট্রেন বাতিল থাকবে। যেমন হাসনাবাদ, হাবড়া, রানাঘাট, ডানকুনি, গোবরডাঙা, হাবড়া, দত্তপুকুর, ব্যারাকপুর, নৈহাটি, কাটোয়া এবং বর্ধমান লোকালের আপ এবং ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি রবিবার বাতিল করা হয়েছে শিয়ালদহ-সিউড়ি মেমু এক্সপ্রেসটিও।
আরও পড়ুন:

রোজ ২ লিটার জল খেতেই হবে! পর্যাপ্ত জলপান না করলে কী কী অসুবিধে হতে পারে?

স্বাদে-গন্ধে: মুরগির ঝোল কিংবা ঝাল নয়, এবার বানিয়ে ফেলুন দই মুরগি

১ মার্চ থেকে ৪ মার্চ অর্থাৎ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত শিয়ালদহ শাখায় এই চার দিন একাধিক ট্রেনের গতিপথ এবং সময়ও বদল করা হচ্ছে। মহিলাদের জন্য নির্দিষ্ট ট্রেন বিশেষ পরিস্থিতিতে সাধারণ ইএমইউ হিসাবে চালানো হবে। বনগাঁ-বারাসত লোকাল শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শিয়ালদহ পর্যন্ত চলবে। বারাসত পর্যন্ত চলবে বনগাঁ-শিয়ালদহ লোকাল। কল্যাণী সীমান্ত লোকাল চলবে কল্যাণী স্টেশন অবধি। চক্ররেল পরিষেবাও শনিবার এবং রবিবার বন্ধ থাকছে।

Skip to content