শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি; সংগৃহীত।

হঠাৎ তীব্র বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে উঠল। আজ মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আচমকা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় গ্রামের মধ্যে। স্থানীয়দের একাংশ আশঙ্কা করছেন, এই তীব্র বিস্ফোরণে অনেকেরই মৃত্যু হয়েছে। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওই বিস্ফোরণে ঘটনায় নয় জনের মৃত্যু হয়েছে। সাত জন গুরুতর জখম হয়েছেন ।
এই বিস্ফোরণের অভিঘাত এতটাই গভীর ছিল যে, ঘটনাস্থল থেকে কিছুটা দূরেও রাস্তার মধ্যে ছড়িয়েছিটিয়ে রয়েছে ছিন্নভিন্ন দেহ। এমনটাই নাজা গিয়েছে স্থানীয় সূত্রে। তবে ঠিক কতজন ওই বিস্ফোরণের ঘটনায় হতাহত হয়েছেন এখনও তা পরিষ্কার নয়। এগরায় বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি তদন্তের নির্দেশ দিলেন। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি স্থানীয় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যে কারখানায় বিস্ফোরণ হয়েছে তার মালিক ভানু বাগকে কালীপুজোর সময় গ্রেফতার করা হয়েছিল। জদিও পরে তিনি জামিন পেয়ে যান। তিনি কী ভাবে জামিন পেলেন, মুখ্যমন্ত্রী তা নিয়েও প্রশ্ন তুলেছেন। মুখ্যমন্ত্রীর কথায়, ওড়িশা সীমান্তের কাছাকাছি বেআইনি ভাবে ওই বাজি কারখানা চালানো হচ্ছিল। কারখানা মালিক বিস্ফোরণের পর ওড়িশায় পালিয়ে গিয়েছেন বলে তিনি জানিয়েছেন। মমতার কথায়, ‘‘যেখানেই পালাক আমরা টেনে আনব।’’ তিনি এও বলেন, ‘‘আমি শুনেছি উনি ওড়িশা, বাংলাদেশে বাজি সরবরাহ করেন।’’
আরও পড়ুন:

ববিতারও চাকরি বাতিলের নির্দেশ, তাঁর বদলে কে পেতে চলেছেন? কত টাকা ফেরত দিতে হবে? জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

রোজ চার লক্ষ টাকার মাদক চাই! বিচ্ছেদের সিদ্ধান্তের পরে বিস্ফোরক নোবেলের স্ত্রী সালসাবেল

এগরা থানার পুলিশ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। নিরাপত্তার কারণে গোটা এলাকাঘিরে ফেলা হয়েছে। বিস্ফোরণের জিন্য একটি বাড়িতে আগুনও লেগে গিয়েছে। সেখান থাকে ধোঁয়ার কুণ্ডলী বেরোতে দেখা গিয়েছে।
আরও পড়ুন:

এক টিকিটেই কলকাতার ২১টি দর্শনীয় স্থানে প্রবেশাধিকার! বেড়ানোর মরসুমে শীতের শহরে পর্যটনমন্ত্রীর উপহার

ডিমেনশিয়ায় আক্রান্ত হলে বাড়াতে পারে হৃদ্‌রোগের ঝুঁকি! সুস্থ থাকতে খানিক বদল আনুন জীবনযাপনে

বিস্ফোরণের কানফাটানো আওয়াজ শুনে আশপাশের বাসিন্দারা বেরিয়ে আসেন। শুধু পুলিশবাহিনী নয়, দমকলের একটি ইঞ্জিনও ঘটনাস্থলে পৌঁছেছে। একটি বাজি কারখানায় বিস্ফোরণের জন্য এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। যদিও এই বিস্ফোরণের পিছনে কোনও রহস্য রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Skip to content