![](https://samayupdates.in/wp-content/uploads/2022/08/WEATHER-3.jpg)
ছবি: প্রতীকী।
দিন কয়েকের বৃষ্টিতে কিছুটা তাপমাত্রা কমেছিল। যদিও সেই স্বস্তি বেশি দিন স্থায়ী হয়নি। রাজ্যে আবার তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন জেলায় শুক্রবার থেকে তিন দিন তাপপ্রবাহ চলবে। তীব্র গরমে পুড়বে জেলাগুলি। তবে হাওয়া দফতর জানিয়েছে, তাপপ্রবাহের সঙ্গে কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।
শুক্রবার পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান তাপপ্রবাহে পুড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটা জানা গিয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। শুক্রবার কলকাতায় ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সর্বোচ্চ পারদ থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সঙ্গে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/06/sanjoy-Dutt.jpg)
সঞ্জয় নেশা করেন, মানতেন না মা নার্গিস! যদিও অভিনেত্রী ছেলেকে সমকামী ভাবতেন
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/06/Aloe-Vera-gel.jpg)
বাড়িতেই ৭ ধাপে তৈরি করে ফেলুন অ্যালো ভেরা পাতার নির্যাস থেকে জেল
আবহবিদদের কথায়, রাজ্যের বিভিন্ন জেলায় শনি এবং রবিবার তাপপ্রবাহ চলবে। তবে কলকাতায় তাপপ্রবাহের পূর্বাভাস নেই। আগামী সোমবার থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে। দক্ষিণবঙ্গের সব ক’টি জেলা ভিজতে পারে। সেই সঙ্গে কমতে পারে তাপমাত্রার পারদ, এ-ও জানিয়েছেন আবহবিদেরা।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/06/recipe.jpg)
স্বাদে-আহ্লাদে: আম কাসুন্দি প্রিয়? বানানোর সময় এই বিষয়গুলি খেয়াল রাখবেন
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/05/Homai-Vyarawalla.jpg)
দশভুজা: পিকনিক দল থেকে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু: তাঁর লেন্সের বিস্তৃতি ছিল বিস্ময়কর
শুক্রবার উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলাতেও তাপপ্রবাহ চলবে। এমনটা জানিয়েছে হাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার মালদহ এবং দুই দিনাজপুরে তাপপ্রবাহ চলতে পারে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে।