শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে কত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, তা পরিষ্কার জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, ২০২৩ সালের ভোটে তার থেকে কম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে না। এখানেই শেষ নয়, রাজ্য নির্বাচন কমিশনকে হাই কোর্ট নির্দেশ দিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তত সংখ্যক বাহিনীর জন্য কেন্দ্রের কাছে আবেদন করতে হবে।
বুধবার পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত বিরোধীদের একটি মামলার শুনানি ছিল হাই কোর্টে। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয়বাহিনী মোতায়েন নিয়ে হাই কোর্টের নির্দেশ মানেনি এই অভিযোগ এনে কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিল বিরোধীরা। মামলাটি করেছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরি। মামলাটি প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে শুনানির জন্য ওঠে।

প্রধান বিচারপতি কমিশনকে বলেন, ‘‘বলতে বাধ্য হচ্ছি, এত কিছুর পরও কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ থাকেই যাচ্ছে। দুর্ভাগ্যজনক যে, রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে হচ্ছে। দয়া করে আপনারা হাই কোর্টের নির্দেশ পালন করুন।’’
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২৫: আমাদের নাকি রোজই চুল পড়ে!

কন্ডোম ছাড়া মিলনে সুখ বেশি, কিন্তু বিপদের ভয়ও অনেক, কোন ৫টি ভুল মারাত্মক হয়ে উঠতে পারে?

কলকাতা হাই কোর্ট গত ১৫ জুন নির্দেশ দেয়, রাজ্যে কেন্দ্রীয়বাহিনীর নজরদারিতেই আসন্ন পঞ্চায়েত ভোট করাতে হবে। নির্দেশে এও বলা হয়, রাজ্য নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রের কাছে বাহিনী চাইতে হবে। বিরোধীদের অভিযোগ, আদালতের নির্দেশ মেনে কমিশন বাহিনী আনার জন্য কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেনি। গতকাল মঙ্গলবার আবার নির্বাচন কমিশন জানায়, রাজ্যের ২২টি জেলায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জন্য কেন্দ্রকে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন:

লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন, পর্ব-৩: চলচ্চিত্রের চিওরুসকিউরো: গ্রিফিথ ও রবার্ট ওয়াইন

মধ্যমানের ভিএফএক্স আর সবাইকে সন্তুষ্ট করতে যাওয়াই কাল হল আদিপুরুষের

বুধবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে বিজেপি জানায় রাজ্যে ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে ৮২ হাজার কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করা হয়েছিল। প্রধান বিচারপতি শিবজ্ঞানম জানান, ২০২৩ সালের পঞ্চায়েত ভোটেও অন্তত ওই সংখ্যক বা তার বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। কমিশন যে ২২টি জেলার জন্য যে ২২ কোম্পানি আধা সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তা চলবে না। সেই সঙ্গে বাহিনীর জন্য রাজ্য নির্বাচন কমিশনকে কেন্দ্রের কাছে ২৪ ঘণ্টার মধ্যেই আবেদন জানাতে হবে।

Skip to content