শুক্রবার ৪ এপ্রিল, ২০২৫


ছবি প্রতীকী

বেলুন বিক্রেতার গ্যাসের সিলিন্ডার ফেটে মৃত্যু হয়েছে ৪ জনের। অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জয়নগরের রাজাপুর করাবেগ গ্রাম পঞ্চায়েতের বাটরা গ্রামে।
রবিবার সন্ধ্যায় বাটরা গ্রামে অনুষ্ঠানের চলছিল। সেই অনুষ্ঠান উপলক্ষে রাস্তায় মেলা বসেছিল। সেখানে অনেক রকম দোকান ছিল। রাস্তার ধারে গ্যাস বেলুন বিক্রেতাও বসেছিলেন। মেলায় ভিড় ছিল।
আরও পড়ুন:

যোগা-প্রাণায়াম: মুখে বলিরেখা পড়ছে? জেনে নিন সহজ সমাধান

অকালেই বার্ধক্যের ছাপ? তারুণ্য ধরে রাখতে এই চারটি নিয়ম মেনে চলুন

রাত ১০টার ১০ মিনিট নাগাদ আচমকা রাস্তার উপর গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণের শব্দে চারপাশ কেঁপে ওঠে। এই দুর্ঘটনায় গ্যাস বেলুন বিক্রেতা মুচিরাম মণ্ডলের (৩৫) মৃত্যু হয়েছে। এ ছাড়াও এই বিস্ফোরণে মারা যান কুতুবউদ্দিন মিস্ত্রি (৩৫), শাহিন মোল্লা (১৩) এবং আবির গাজি (৮)।

ইংলিশ টিংলিশ, মাধ্যমিক ২০২৩: ইংরেজি বিষয়ে লাস্ট মিনিট সাজেশনের খুঁটিনাটি জানতে দেখে নাও ভিডিয়ো

জ্যোতির্লিঙ্গ যাত্রাপথে, পর্ব-৪: কাশীর পথে-ঘাটে

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। বকুলতলা থানার পুলিশকর্মীরাও চলে আসেন। আহতদের চিকিৎসার জন্য বারুইপুর হাসপাতালে পাঠানো হয়। বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদের দেহ পাঠানো হয়েছে। কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটল, পুলিশ তা খতিয়ে দেখছে। শুরু হয়েছে তদন্ত।

Skip to content