
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ। শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পাওয়াতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী, বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কম রয়েছে। এখন তাঁকে হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করানো হবে বলে খবর।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৭: সুন্দরবনের লুপ্ত রাষ্ট্র গঙ্গারিডি

অজানার সন্ধানে: এই ভূতুড়ে দ্বীপে তিনিই একমাত্র মহিলা, দিন কাটে দাগি অপরাধীদের সঙ্গে, ‘দ্বীপের রানি’র কেন এমন সিদ্ধান্ত?
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অসুস্থতা বাড়ে। সেই সঙ্গে কমতে শুরু করে শরীরে অক্সিজেনের মাত্রাও। তাই চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন।