রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

বিমানসেবিকার ধাঁচে বন্দে ভারত এক্সপ্রেসেও দেখা যেতে পারে মহিলা কোচ অ্যাটেন্ড্যান্ট। গুয়াহাটি-এনজেপি রুটে বন্দে ভারতে তাঁদের দেখা যাবে। ওই রুটের বন্দে ভারতের উদ্বোধনী ট্রেনযাত্রায় মহিলা কোচ অ্যাটেন্ড্যান্ট ছিলেন। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে খবর, মূলত যাত্রীদের পরিষেবায় জোর দিতে পরীক্ষামূলক ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার এনজেপি-গুয়াহাটি রুটে চালু হচ্ছে এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা। এই ট্রেনে নীল রঙের ব্লেজার পরিহিত মহিলা কোচ অ্যাটেন্ড্যান্টদের দেখা যেতে পারে।
আজ, বুধবার থেকে চালু হচ্ছে এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত। সেখানেই দেখা যেতে পারে নীল রঙের ব্লেজ়ার পরিহিত মহিলা কোচ অ্যাটেন্ড্যান্টদের। এই মুহূর্তে দেশের প্রিমিয়াম ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস। রেল সূত্রের দাবি, এখানেও বিমানের মতো পরিষেবার দিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ‘‘মহিলা কোচ অ্যাটেন্ড্যান্টদের পাশাপাশি পুরুষরাও ওই ট্রেনে থাকবেন।’’
আরও পড়ুন:

রাজ্য জুড়ে আরও বাড়বে তাপমাত্রা, কিছু জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস, কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা?

গরম পড়তেই মুখ ভর্তি ব্রণ? কোন তেলে লুকিয়ে আছে সমাধান?

উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, আইআরসিটিসি-র ঠিকাদার নিযুক্ত ওই মহিলা কর্মীরা ট্রেনের যাত্রীদের আরও উচ্চ মানের পরিষেবা দিতে পারেন কিনা, তা পরীক্ষা করে দেখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আলিপুরদুয়ার ডিভিশন এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের দায়িত্বে রয়েছে। আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দিলীপ কুমার সিংহ বলেন, ‘‘আরও কিছু কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে মহিলা কোচ অ্যাটেন্ড্যান্ট দেওয়া হয়েছে বলে জানি।’’ এদিকে উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে খবর, এনজেপি-হাওড়া বন্দে ভারতেও কাজ করছেন মহিলা কোচ অ্যাটেন্ড্যান্টরা।

Skip to content