মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


অবশেষে বুধবার ইডির হাতে গ্রেফতার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। দিল্লিতে বুধবার সন্ধ্যায় দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এই মামলায় আট মাস আগে গ্রেফতার হয়েছিলেন।
অনুব্রতর গ্রেফতারের পর তাঁর কন্যা সুকন্যার উপর নজর ছিল তদন্তকারী আধিকারিকদের। ইডি সুকন্যাকে বুধবার সকালেই ডেকে পাঠিয়েছিল। সুকন্যাকে একটানা জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের সময় অনুব্রত কন্যা সুকন্যা অসহযোগিতা করেন। তার পরই তাঁকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন:

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-১৭: অর্থনীতির প্রান্তিকতায় নারী এবং তার প্রাতিষ্ঠানিক রূপ

স্বাদে-আহ্লাদে: ‘এগ পকেট’ পছন্দ? তা হলে বাড়িতেই বানান সহজ এই রেসিপি

অনুব্রতকে মণ্ডল গরু পাচার মামলায় দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে ইডি হেফাজতে নিয়েছে। অনুব্রত এবং তাঁর পরিবারের সম্পত্তির খুঁটিনাটি জানতে সুকন্যাকেও ইডি তলব করেছিল। গত মার্চ মাসে তাঁকে তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়ে যান। তার আগে তিনি বার আইনজীবী মারফত চিঠি দিয়ে আরও সময় চেয়েছিলেন। সুকন্যা তৃতীয় বারও ইডির তলব এড়িয়ে যান।
আরও পড়ুন:

প্রতিদিন সন্ধ্যাবেলায় এক কাপ হোয়াইট টি খান, এক মাসেই টের পেতে পারেন সুফল

মালদহে বন্দুক হাতে স্কুলে যুবক! সঙ্গে বোতল ভর্তি অ্যাসিড, চাকু, আতঙ্কিত পড়ুয়ারা

অনুব্রত মণ্ডল গ্রেফতার হন গত বছর অগস্টে। তার পর পরই সিবিআই সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করে। সিবিআই দাবি, অনুব্রত কন্যাকে বিপুল সম্পত্তি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। যদিও কিন্তু সুকন্যা তার কোনও সদুত্তর দেননি। সুকন্যার জানান, এই সব প্রশ্নের উত্তর একমাত্র তাঁর বাবা এবং হিসাবরক্ষক মণীশ কোঠারিই দিতে পারবেন। ইডি সূত্রে খবর, ওই জন্যই বাবা এবং মেয়েকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের কথা তাঁরা ভাবেন।

Skip to content