ছবি প্রতীকী
পূর্ব রেল শনি এবং রবিবার হাওড়া শাখার ব্যান্ডেল-কাটোয়া লাইনের একাংশে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করেছে। এ নিয়ে পূর্ব রেল কর্ত়ৃপক্ষ শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে জানানো হয়েছে, মোট ২৭টি লোকাল ট্রেন শনি এবং রবিবার বাতিল করা হয়েছে। ব্যান্ডেল-কাটোয়া লাইনের সোমড়াবাজার এবং বেগুলা স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ পরিষেবাও বন্ধ থাকবে।
এখানেই শেষ নয়, রবিবার হাওড়া শাখায় কিছু এক্সপ্রেস ট্রেনকেও ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার বেশ কয়কটি ট্রেনের সময়সূচিও বদলানো হয়েছে। সব মিলিয়ে যাত্রীরা চরম ভোগান্তি শিকার হবেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
নাগরিকদের উদ্দেশে সচেতনতার বার্তা দিতে পায়ে হেঁটে টাইগার হিল থেকে বকখালির পথে মালদহের তরুণী
সুখবর, বন্দে ভারত এক্সপ্রেস এবার হাওড়া থেকে পুরী পর্যন্ত ছুটবে!
শনিবার হাওড়া এবং ব্যান্ডেল থেকে বাতিল
রবিবার হাওড়া থেকে বাতিল
ব্যান্ডেল থেকে বাতিল
কাটোয়া থেকে বাতিল
আরও পড়ুন:
মাঘেই শীত উধাও, শুক্রবার কলকাতায় আরও গরম বেড়েছে, কী বলছে হাওয়া দফতর
বারবার বমি হচ্ছে? কিছুতেই থামছে না? বাড়িতে লবঙ্গ আছে তো
রবিবার হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের (১৩৪৬৫ এবং ১৩৪৬৬ ) ট্রেন দু’টিও বাতিল করা হয়েছে। রবিবার ১৩১৪১ আপ তিস্তা-তোর্সা এক্সপ্রেস শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭টায় ছাড়বে। ছাড়ার নির্ধারিত সূচি ছিল দুপুর ২টো ৪৫ মিনিটে।
একই ভাবে হাওড়া থেকে হাওড়া-আজমগঞ্জ স্পেশাল ০৩০০৩ আপ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। ছাড়ার নির্ধারিত সূচি ছিল বিকেল ৪টে ৫ মিনিট। পাশাপাশি ঘুরপথে নিয়ে যাওয়া হবে ১৫৬৪৩ পুরী-কামাখ্যা এক্সপ্রেস ট্রেন-সহ কয়েকটি ট্রেনকে।
যাত্রীদের সুবিধায় রবিবার ৪ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ। যদিও একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করায় তাতে কতটা সুরাহা হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
একই ভাবে হাওড়া থেকে হাওড়া-আজমগঞ্জ স্পেশাল ০৩০০৩ আপ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। ছাড়ার নির্ধারিত সূচি ছিল বিকেল ৪টে ৫ মিনিট। পাশাপাশি ঘুরপথে নিয়ে যাওয়া হবে ১৫৬৪৩ পুরী-কামাখ্যা এক্সপ্রেস ট্রেন-সহ কয়েকটি ট্রেনকে।
যাত্রীদের সুবিধায় রবিবার ৪ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ। যদিও একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করায় তাতে কতটা সুরাহা হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।