মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


ফাইল চিত্র।

মহার্ঘ ভাতা নিয়ে মিলল না সমাধানসূত্র। শুক্রবার বিকেলে রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনরত সরকারি কর্মচারীদের বৈঠকে হয়। সেই বৈঠকের পরে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের বক্তব্য, “বৈঠক সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।” উল্লেখ্য, কলকাতা হাই কোর্ট গত ১৭ এপ্রিল ডিএ নিয়ে রাজ্য কর্মচারী সংগঠনক এবং রাজ্যকে বৈঠকে বসার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশে হাই কোর্টেরভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, রাজ্য সরকারকে ১০ দিনের মধ্যে বৈঠক ডাকতে হবে।
সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের কথায়, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, টাকার সংস্থান হলে দিয়ে দেওয়া হবে বকেয়া মহার্ঘ ভাতা। তবে মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলনকারীদের দাবি, রাজ্য সরকারের কাছে তহবিল থাকলেও তারা মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে গড়িমসি করছে।
আরও পড়ুন:

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি! এই নিয়ে মোট ছ’বার, ২৪ এপ্রিল পরবর্তী শুনানি

তীব্র গরমে শরীরে জলের অভাব হলেই বিপদ! কোন কোন উপসর্গে বুঝবেন আপনার জল খাওয়া কম হচ্ছে

আগামী দিনে এর বিরুদ্ধে আরও জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। যদিও এ প্রসঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। আন্দোলনকারীদের জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে শুক্রবারের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং অর্থসচিব।

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, “রাজ্য সরকারের পক্ষ থেকে সব বিষয়েই কেন্দ্রীয় প্রকল্পে টাকা আটকে রাখার কথা তুলে ধরা হয়েছে। অন্যদিকে আমরা তথ্য পেশ করে দেখিয়েছি, রাজ্য সরকারের তহবিলের অভাব নেই।” তাঁদের এও দাবি, সেই তথ্যপ্রমাণ পেশ করার পর মুখ্যসচিব তার কোনও উত্তর দিতে পারেননি।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-৩১: আচমকা ছবির নায়ক ইংরেজি ছবির ঢঙে কানন দেবীকে জড়িয়ে ধরে চুম্বন করলেন, হতবাক অভিনেত্রী

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫১: সর্বত্র নিরবিচ্ছিন্ন প্রচার প্রয়োজন, তবেই বাড়বে মাছ নিয়ে সচেতনতা, উপকৃত হবে আমজনতা

এদিকে বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন আরও জোরদার করার কথা বলেছেন আন্দোলনকারীরা। কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে আগামী ৬ মে তাঁরা মহামিছিলের ডাক দিয়েছেন। তবে শুধু বকেয়া ডিএ মেটানো নয়, দ্রুত শূন্যপদে নিয়োগের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা।

Skip to content