বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

মে মাসে কি ঘূর্ণিঝড় ধেয়ে আসবে? তেমনই ইঙ্গিত মৌসম ভবনের। হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী ৬ মে, শনিবার দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর জেরে পরবর্তী ৪৮ ঘণ্টায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে আশঙ্কা করা হচ্ছে পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। আশঙ্কা মতো ঘূর্ণিঝড়টি তৈরি হলে, তার নাম হবে ‘মোচা’। এমনটাই জানা গিয়েছে।
যদিও ঘূর্ণিঝড় তৈরি হলে, তার অভিমুখ কোন দিকে থাকবে বা কোন কোন অঞ্চলে আঘাত হানবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কোনও কিছুই জানা যায়নি। এমনকি, পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে, তাও এখনও পরিষ্কার নয়।
আরও পড়ুন:

সত্যজিৎ রায়ের শ্যুটিং দেখার সেই স্বপ্নপূরণের ঘটনা আজও ভুলতে পারিনি

সামান্থার গলায় মঙ্গলসূত্র! লুকিয়ে বিয়েটা সেরে ফেললেন নাকি দক্ষিণী তারকা অভিনেত্রী?

বঙ্গোপসাগরে গত কয়েক বছরে মে মাসে বেশ কয়েকটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। ২০২০ সালে ধেয়ে এসেছিল ‘আমপান’। ২০২১ সালে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। ২০২২ সালের মে মাসে তৈরি হয় ‘অশনি’। আবার ২০২২ সালের অক্টোবরই আছড়ে পড়েছিল ‘সিত্রাং’। আবহাওয়া দফতরের আশঙ্কা যদি সত্যি হয়, তাহলে মে মাসে আরও একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়বে।
আরও পড়ুন:

দশভুজা: জীবনে যা কিছু করেছি, প্রত্যয়ের সঙ্গে করেছি: কানন দেবী/২

বিবাহিত? প্রেমের সম্পর্কে রয়েছেন? জেনে নিন গ্রহের স্থান কিরকম থাকলে সম্পর্ক মজবুত ও মসৃণ হয়

ইতিমধ্যেই ওড়িশা প্রশাসন ঘূর্ণিঝড় ‘মোচা’ নিয়ে নড়েচড়ে বসেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক মঙ্গলবার এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও করেছেন। ওড়িশার সংবাদমাধ্যম সূত্রে এমটা জানা গিয়েছে। ঘূর্ণিঝড় এলে কী ভাবে পরিস্থিতি মোকাবিলা করা হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রী ঝড় মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

Skip to content