শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

রাজ্যে পঞ্চায়েত ভোট আর পাঁচ দিন বাকি। তার আগে ভোটের দফা বৃদ্ধির দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হল। সোমবার এ বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তাঁর আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় কেন পঞ্চায়েত ভোটে দফা বৃদ্ধি করা প্রয়োজন সে বিষয়ে একাধিক কারণ তুলে ধরেছেন। হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটির শোনা হবে।
এই একই বিষয়ে কলকাতা হাই কোর্টে আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিও একটি জনস্বার্থ মামলা করেছিলেন। নওশাদের বক্তব্য, হয় পঞ্চায়েত ভোটে পর্যাপ্ত বাহিনী আনা হোক, নয়তো ভোটের দফা বৃদ্ধি করা হোক। নওশাদ বলেন, রাজ্যে গত দশ বছরে জেলার সংখ্যা বেড়েছে, ভোটার এবং বুথের সংখ্যাও বেড়েছে। তাই পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না পাওয়া গেলে ২০১৩ সালের মতোই কয়েক দফায় ভোট করানো উচিত। সোমবার অধীরের আইনজীবীও প্রায় একই যুক্তি পেশ করেছেন।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২৬: মাছের তেল হার্ট অ্যাটাক আটকায়?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৩: সুন্দরবনে মানুষের আদি বসতি

হাই কোর্টে অধীরের আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় জানান, ‘‘ভোটকে কেন্দ্র করে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন এলাকায় রোজ দিনই অশান্তির ঘটনা ঘটছে। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না থাকায় বাহিনী তৃণমূল স্তরে পৌঁছতে পারছে না। সে কারণে বাহিনী দিয়েই ভোট করাতে হলে একাধিক দফাতে ভোট হোক।’’ সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে একই কথা বলে সংগ্রামী যৌথ মঞ্চও। মামলাটি প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ গ্রহণ করেছে। মঙ্গলবারই মামলার শুনানি হতে পারে।
আরও পড়ুন:

ফল কালারের রূপ-মাধুরী, পর্ব-৪: তারপর সেই আঁকাবাঁকা পথে হারিয়ে গেলাম গ্রিন-বে অভিমুখে, সন্ধে পর্যন্ত কোত্থাও যাইনি

স্বাদে-আহ্লাদে: ম্যাগি ভালোবাসেন? এই রেসিপি ট্রাই করে দেখেছেন?

তবে মঙ্গলবার যদি দফা বৃদ্ধির আর্জি গৃহীত হলে, তাহলে চার দিনের মধ্যে ভোটের দফা বৃদ্ধি কী ভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন থাকছেই। সে ক্ষেত্রে কী পঞ্চায়েত ভোট পিছিয়ে যাবে? শুরু হয়েছে জোর চর্চা।

রাজ্যে পঞ্চায়েত ভোটে দফা বৃদ্ধি করা জরুরি?

Skip to content