ছবি: প্রতীকী।
পঞ্চায়েত ভোটে ফের কেন্দ্রীয় বাহিনী নিয়ে জটিলতা দেখা দিয়েছে। কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে, ভোট করাতে হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই। কিন্তু সমস্যা হল, কোনও বুথে একক ভাবে থাকতেই চাইছেন না কেন্দ্রীয় বাহিনীর সদস্যেরা। ‘এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি’ এতে ‘প্রাণহানির আশঙ্কা’ রয়েছে বলে কেন্দ্রীয় বাহিনী মনে করছেন। বিএসএফ কর্তৃপক্ষ এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠিও দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ বিএসএফ-এর আইজি-র সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা সম্ভব কি না, ইতিমধ্যে তা নিয়ে প্রশ্ন উঠছে। শেষমেশ কেন্দ্রীয় বাহিনী ছাড়াই পঞ্চায়েত ভোট হবে? রাজ্য নির্বাচন কমিশনার অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন:
শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?
শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?
আইটিবিপি, বিএসএফ-সহ সব বাহিনীর কর্তাদের কথায়, এক সেকশনের কম কোনও বাহিনী কোথাও মোতায়েন করা যায় না। প্রতি সেকশনে ১১ জন সদস্য থাকেন। তবে ভোটের সময় কোনও কোনও বুথে ‘হাফ’ সেকশনও মোতায়েন করা হয়। ‘হাফ’ সেকশনে ৪ জন সদস্য থাকেন। তবে এখন রাজ্যের যে রকম পরিস্থিতি, তাতে বুথ দখল বা হিংসার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সে কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এই সব বিষয়ের উল্লেখ করে চিঠি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!
গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!
শনিবার পঞ্চায়েত নির্বাচন। এখনও রাজ্যে ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয়নি। এর মধ্যে প্রশ্ন উঠছে, ভোটের আগে আদৌ বাহিনী পৌঁছতে পারবে রাজ্যে? যদি কেন্দ্রীয় বাহিনী ভোটের আগে এসে না পৌঁছয়, সেক্ষেত্রে কী হবে, তা নিয়ে উঠছে প্রশ্ন।