রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


সোমবার বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ জনবসতিপূর্ণ মহেশতলা বিস্ফোরণে কেঁপে ওঠে।
পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন লিপিকা হাতি (৫২), শান্তনু হাতি (২২) এবং আলো দাস (১৭)। বাজি কারখানার মালিকের স্ত্রী হলেন লিপিকা। শান্তনু মালিকের পুত্র। আর ১৭ বছরের যে নাবালিকার মৃত্যু হয়েছে, সে এ বার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে জানা গিয়েছে। তিনটি দেহ বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। আগুন আপাতত নিয়ন্ত্রণে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন:

পিসিওএস নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে, শুধরে দিচ্ছেন চিকিৎসকরা

‘সব কিছুর সীমা রয়েছে, অভদ্রতা মেনে নেওয়া যায় না’, ওটিটি-তে অশ্লীলতা নিয়ে কড়া পদক্ষেপ অনুরাগ ঠাকুরের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের পুটখালী মণ্ডলপাড়ায়। সেখানেই একটি বাজি কারখানায় আচমকা বিস্ফোরণ হয়। এতে কারখানার মালিকের স্ত্রী-পুত্র এবং এক প্রতিবেশীর মারা গিয়েছেন। এলাকাটি জনবসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে আসেন মহেশতলা এবং বজবজ থানার পুলিশও। প্রশ্ন উঠতে শুরু করেছে, বাজি কারখানা তৈরির আদৌ অনুমতি ছিল কি না। কারণ, এরকম ঘন জনবসতি জায়গায় বাজি কারখানা করা যায় না। যদিও বিষয়টি নিয়ে প্রশাসনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Skip to content