ছবি: প্রতীকী।
সাঁতরাগাছি স্টেশনের ফুট ওভারব্রিজ সংস্কারের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে। দক্ষিণ-পূর্ব রেল বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করেছে। কিছু ট্রেনের আবার সময় পরিবর্তন করা হয়েছে। কোনও কোনও ক্ষেত্রে ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছে দক্ষিণ-পূর্ব রেল। ফুট ওভারব্রিজ সংস্কারের জন্য ট্রেন বাতিল, সময়ের পরিবর্তন বা যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়ায় সাধারণ যাত্রীরা বিপাকে পড়তে পারেন।
এ প্রসঙ্গে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধরি জানিয়েছেন, রবিবার সাঁতরাগাছি স্টেশনের চতুর্থ ফুট ওভারব্রিজে কাজ চলবে। সেই জন্য পাওয়ার ব্লক করা হবে সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত। তবে শনিবারও আপ ও ডাউনের দু’জোড়া দূরপাল্লার ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস রবিবার বাতিল থাকবে।
আরও পড়ুন:
অবশেষে রাঘবের বাহুলগ্না পরিণীতি, সাদা পোশাকে বাগদানের ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী
টুথপেস্টের টিউবে ভিন্ন ভিন্ন রঙের অর্থ কী? সত্যিটা জানলে অবাক মনে হতে পারে
রেল আরও জানিয়েছে, গীতাঞ্জলি এক্সপ্রেস স্বাভাবিক নিয়মে হাওড়া থেকে ছাড়ার কথা দুপুর ২.০৫ মিনিটে, কিন্তু রবিবার ছাড়বে বিকেল ৪.০৫ মিনিটে। হাওড়া-মুম্বই মেলে রবিবার সন্ধ্যা ৭.৫০-এর বদলে ছাড়বে রাত ১২.২০-তে। রবিবার রাত ১.১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস। অন্যদিকে ভদ্রক-হাওড়া এক্সপ্রেস এবংব আদ্রা-হাওড়া শিরোমণি এক্সপ্রেসের যাত্রাপথ কমিয়ে আনা হয়েছে। দু’টি ট্রেনই চলবে খড়্গপুর অবধি।