শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

শিয়ালদহের উত্তর শাখায় শনিবার মধ্যরাত থেকেই বাতিল থাকবে অনেক লোকাল ট্রেন। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকে দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ শুরু হবে। যেহেতু নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে তাই এই সময়ের মধ্যে ট্রেন পরিষেবা কিছুটা ব্যাহত হবে। পূর্ব রেল এ-ও জানিয়েছে, এক টানা ৫২ ঘণ্টা কাজ চলবে। এর জেরে শিয়ালদহ শাখায় মোট ১৪৩টি ট্রেন বাতিল করা হয়েছে। আবার বেশ কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে।
কোন কোন ট্রেন বাতিল থাকবে তা-ও রেল জানিয়ে দিয়েছে।
 

শনিবার (১৬ মার্চ) বাতিলের থাকবে

শিয়ালদহ-রানাঘাট
শিয়ালদহ-হাবড়া
শিয়ালদহ-হাসনাবাদ
শিয়ালদহ-মধ্যমগ্রাম
শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট
শিয়ালদহ-বারাসত
শিয়ালদহ-গোবরডাঙা
শিয়ালদহ–বনগাঁ
শিয়ালদহ-বর্ধমান
শিয়ালদহ-কাটোয়া
একাধিক লোকাল বাতিল থাকবে শিয়ালদহ-দত্তপুকুরের শাখায়। এ ছাড়াও শিয়ালদহ-ব্যারাকপুর, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-ডানকুনি শাখার অনেক ট্রেন বাতিলের তালিকায় রয়েছে।
ব্যারাকপুর-দমদম
বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি জংশন
মাঝেরহাট-মধ্যমগ্রাম
মাঝেরহাট-বারাসত
হাসনাবাদ-মাঝেরহাট
ক্যানিং-বারাসত
বারাসত-হাসনাবাদ
হাসনাবাদ-দমদম জংশন
বালিগঞ্জ-ব্যারাকপুর
মাঝেরহাট-নৈহাটি শাখারও কিছু ট্রেন বাতিল থাকবে শনিবার।

আরও পড়ুন:

শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কবে, কোথায় বর্ষণ? গরম থেকে কি স্বস্তি মিলবে?

গুরুতর অসুস্থ অমিতাভ বচ্চন, অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়েছে শাহেনশার!

শুধু লোকাল নয়, শনিবার কয়েকটি মেল এক্সপ্রেসও বাতিল থাকছে। শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস, আসানসোল ইন্টারসিটি এবং শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
 

রবিবারও (১৭ মার্চ) বাতিল থাকবে

শিয়ালদহ-হাবড়া
শিয়ালদহ-হাসনাবাদ
শিয়ালদহ-ডানকুনি
শিয়ালদহ-বারাসত
শিয়ালদহ-গোবরডাঙা
শিয়ালদহ-দত্তপুকুর
শিয়ালদহ-ব্যারাকপুর
শিয়ালদহ-নৈহাটি
ব্যারাকপুর-দমদম জংশন
বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি জংশন
মাঝেরহাট-মধ্যমগ্রাম
মাঝেরহাট-বারাসত
হাসনাবাদ-মাঝেরহাট
দত্তপুকুর-মাঝেরহাট-সহ একাধিক ট্রেন বাতিল থাকবে
শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেসও বাতিল থাকবে


Skip to content