![](https://samayupdates.in/wp-content/uploads/2023/01/Gangasagar.jpg)
ছবি প্রতীকী
এই প্রথম বার রেলপথে গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের সুরক্ষায় আসছে কেন্দ্রীয় বাহিনী। এ জন্য্ রেল বোর্ড এক কোম্পানি আরপিএসএফ অনুমোদন করেছে। এ প্রসঙ্গে পূর্ব রেলের আরপিএফের আইজি পরম শিব জানান, এক কোম্পানি আরপিএফ আনা হচ্ছে। সেই সঙ্গে শিয়ালদহে হাওড়া, মালদহ এবং আসানসোল ডিভিশন থেকে আরও ১১০ জন রক্ষীকে নিয়ে আসা হচ্ছে। এ সবের পাশাপাশি রেল ১২টি বিশেষ লোকাল ট্রেন চালাবে গঙ্গাসাগরের ভিড় সামালাতে।
ভিন রাজ্যের মানুষজনের সহায়তায় রেল পুলিশ শিয়ালদহ ও কলকাতা স্টেশনে বিশেষ ব্য বস্থা করেছে। শিয়ালদহ রেল পুলিশ সুপার বি ভি চন্দ্রশেখর বলেন, শিয়ালদহ রেল পুলিশ কর্মী ছাড়াও বাইরে থেকে আনা হচ্ছে আরও ১০০ পুলিশ কর্মীকে। মেডিক্যা ল টিম থাকবে শিয়ালদহ, কলকাতা, কাকদ্বীপ, নামখানা স্টেশনে। কোনও যাত্রী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্যর অ্যদম্বুল্যাসন্সও থাকবে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/01/Ariyan-Khan.jpg)
নোরার পর এবার পাক অভিনেত্রীর প্রেমে শাহরুখপুত্র আরিয়ান? ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন সাদিয়া
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/01/weight-loss.jpg)
চটজলদি ওজন ঝরাতে চান? তাহলে ভরসা রাখুন এই ৫ রকম বীজে
কাকদ্বীপ গঙ্গাসাগরের সবথেকে কাছের রেল স্টেশন। সেখানে প্রচুর তীর্থযাত্রী নামবেন। তাঁদের সুরক্ষার কথা ভেবে কাকদ্বীপ রেল স্টেশনে প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে। প্রসঙ্গে ভারপ্রাপ্ত ডিএসপি নরেন্দ্রনাথ দত্ত বলেন, শুধু অপরাধীদের উপর নজরদারি নয়, তীর্থযাত্রীরা যাতে গন্তব্যে নিশ্চিন্তে যেতে পারেন তার সুব্যেবস্থা থাকছে। একই ব্যলবস্থা রাখা হয়েছে নামখানা ও লক্ষ্মীকান্তপুরে। শিয়ালদহ দক্ষিণ শাখার সব গুরুত্বপূর্ণ স্টেশনে পথভোলাদের সাহায্য করতে বিশেষ বাহিনী রাখা হচ্ছে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/01/joshimath2.jpg)
ক্ষতিপূরণ দিয়ে তার পর বিপজ্জনক বাড়ি ভাঙুন! জোশীমঠে বিক্ষোভ, শুরুই করা যায়নি বাড়ি ভাঙার কাজ
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/01/uttam-Kumar-2.jpg)
উত্তম কথাচিত্র, পর্ব-১৯: দেখতে দেখতে ‘সদানন্দের মেলা’
রেল মোট ১২টি বিশেষ লোকাল চালাবে শিয়ালদহ, কলকাতা, কাকদ্বীপ, নামখানা এবং লক্ষ্মীকান্তপুর থেকে। ১২টি বিশেষ লোকাল চালাবে ১২ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত। গঙ্গাসাগরের জন্যথ ট্রেন চলবে শিয়ালদহ দক্ষিণ শাখার একটি স্টেশন থেকেই। এই ট্রেনে পরিষেবার জন্য ১৫ বা ২৩ নম্বর স্টেশনকে বাছে নেওয়া হবে। পাশাপাশি শুধু মেলার ভিড়ের কথা ভেবে শিয়ালদহ দক্ষিণ শাখার আরও দু’টি কাউন্টার বাড়ানো হচ্ছে। আরও কর্মী নিয়োগ হবে পরিচ্ছন্নতা ও শৌচালয়ের দেখভালের জন্যি।