রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


মা হওয়ার পরে জীবন অনেকটা বদলে যায় সকলেরই। ব্যস্ততা, নতুন ভাবে ভাল লাগা সবই থাকে। তবে তারই সঙ্গে আসে একটি অস্বস্তি। আর তার পরে অনেক সময়েই আসে অবসাদ। কিন্তু অন্য সময়ের অবসাদের থেকে তার ধরন খানিক আলাদা হয় অনেক ক্ষেত্রে।

সাধারণত সন্তানের জন্মের ৩ দিনের মাথায় শুরু হয় এই অস্বস্তি। অনেক আনন্দের মধ্যে মাঝেমাঝে কান্না পাওয়া, অতিরিক্ত চিন্তা, খেতে ইচ্ছে না করা, যখন-তখন মনের ভাব পরিবর্তন হওয়ার মতো কিছু সমস্যা দেখা দেয়। আর তার সঙ্গে থাকে নতুন মাতৃত্বের ক্লান্তি। এই ধরনের অবসাদকে ‘পোস্টপার্টাম ডিপ্রেশন’ বলে থাকেন চিকিৎসকেরা।

Skip to content