সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


যৌনজীবনে সুখ পেতে হলে যোনির খেয়াল রাখতে হবে সবার আগে। সঙ্গমের ইচ্ছা তখনই বাড়বে, শরীর যখন সব দিক থেকে সুস্থ থাকবে। শরীরের আর পাঁচটা অঙ্গের আমরা যতটা যত্ন নিই, যোনির ক্ষেত্রে কি আদৌ তা নেওয়া হয়? বয়সের সঙ্গে মহিলাদের যোনিতেও বদল আসে। কোনও সংক্রমণের ফলে, সন্তানের জন্মের পরে এবং ঋতুবন্ধের প্রাক্কালেও যোনিতে বদল আসে। যোনিতে ব্যথা, চুলকানি, জ্বালাভাব মিলনের সময়ে অসন্তোষের কারণ হতে পারে। চরম সুখ উপভোগ করার ক্ষেত্রে বাধা আসতে পারে। যোনি সুস্থ আছে কি না, তা জানান দেয় আপনার অন্তর্বাস।

প্রত্যেক মহিলাই তাঁর অন্তর্বাসে কিছু দাগ দেখতে পান। সেই দাগ শ্বেতস্রাবের কারণেও হতে পারে, স্পটিংয়ের কারণে হতে পারে। যোনি থেকে নির্গত তরল পদার্থই শরীরের হাল জানান দেয়।

Skip to content