বসন্ত মানে দোল, বসন্ত মানে রং। বয়স হয়েছে তাই জীবন থেকে মুছে গিয়েছে সব রং— এমন ভাবনা কিন্তু একেবারেই ভুল। বরং আরও বেশি করে বসন্তকে উপভোগ করার সময় এটাই। তবে তার জন্য দরকার কিছু বিশেষ সতর্কতা অবলম্বন। কারণ, বসন্ত মানেই আবহাওয়ার পরিবর্তন। ফলে হঠাৎ করে বিভিন্ন সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়।
এই সময়ই ভাইরাস-ব্যাকটেরিয়ার দাপট বাড়ে৷ ঘরে ঘরে হয় সর্দি-কাশি-জ্বর। কখনও আবার ডায়েরিয়া৷ ‘হিট ক্র্যাম্প’ ও ‘হিট স্ট্রোক’-এর শিকারও হয় বহু মানুষ। তার সঙ্গে তো রয়েছে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো অসুখ। আর এ সবে বিশেষ ভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বয়স্কদের। পরামর্শে বিশিষ্ট বার্ধক্য চিকিৎসক ডাঃ ধীরেশকুমার চৌধুরী।
এই সময়ই ভাইরাস-ব্যাকটেরিয়ার দাপট বাড়ে৷ ঘরে ঘরে হয় সর্দি-কাশি-জ্বর। কখনও আবার ডায়েরিয়া৷ ‘হিট ক্র্যাম্প’ ও ‘হিট স্ট্রোক’-এর শিকারও হয় বহু মানুষ। তার সঙ্গে তো রয়েছে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো অসুখ। আর এ সবে বিশেষ ভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বয়স্কদের। পরামর্শে বিশিষ্ট বার্ধক্য চিকিৎসক ডাঃ ধীরেশকুমার চৌধুরী।