Skip to content
শনিবার ১২ এপ্রিল, ২০২৫


সুখে থাকার কোনও নির্দিষ্ট ফর্মুলা হয় না। যার যা ভালো লাগে, সে তাতেই সুখে থাকে। তা যেমন সত্যি, তেমন জীবনে আর একটি মানুষ জড়িয়ে পড়লে কিছু কথা মাথায় রেখে চলতে হয় বইকি! যাতে শুধু আপনি নন, অন্য জনও ভালো থাকেন। সম্পর্কে ঝামেলা-অশান্তি লেগেই থাকে। ভালোবাসার মানুষের সঙ্গেই তো আমাদের যত রকম মান-অভিমান হয়। তবে গোটা বিষয়টি বুদ্ধি করে সামলে নিলে দু’জনের সম্পর্ক আরও বেশি মধুর হয়। সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি কী?