আজকে মনে হল একটু অন্য বিষয়ে আলোচনা করি। অনেক সময়ই শরীর খারাপ হলে আমরা স্কুলে কলেজ বা কর্মক্ষেত্রে যেতে পারি না। তাই ছুটির আবেদন করতে হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। কিন্তু সমস্যা হল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয় ইংরেজিতেই। এই অবস্থায়, কোন শরীর খারাপের কী ইংরেজি লিখতে হবে তা নিয়ে খুব চিন্তায় পড়তে হয়। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, কীভাবে লিখতে বা বলতে হবে? আজ সেই বিষয় নিয়েই আলোচনা করবো।
আলোচনায় পর্ণা চৌধুরি, ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর।