সাধারণত ডায়াবেটিস রোগীদেরই ডায়াবেটিক নিউরোপ্যাথি বা স্নায়ুর সমস্যা দেখা দেয়। এটি ধীরে ধীরে ছড়ায়। কখনও কখনও ব্যথা হয়, ঝিন ঝিন করে, অবস ভাব হয়, আবার কখনও ব্যথা ছাড়াই ভিতরে ভিতরে ‘নার্ভ এন্ডিং’গুলো শুকোতে থাকে। ফলে স্নায়ুর সেনসেশন অর্থাৎ অনুভূতি বা বোধশক্তি কমতে থাকে। যেমন কোথাও লেগে গেলে, কেটে গেলে বা গরম ছাঁকা লাগলে বুঝতে পারা যায় না। কিন্তু ফোসকা পড়ে কখনও কখনও আবার ব্যথা হয়, যেমন কিছুক্ষণ হাঁটার পর ব্যথা হাত পা অবশ হয়ে যায় ইত্যাদি লক্ষণগুলো যে ডায়াবেটিস হওয়ার পরপরই দেখা যায় তা কিন্তু নয়। বহুদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন বা যাঁদের ইনসুলিন নিতে হয় প্রতিনিয়ত বা যাঁদের সুগার আছে তাঁদেরই এই ধরণের সমস্যা বেশি দেখা যায়। সেই কারণে ডায়াবেটিস হওয়ার সঙ্গে সঙ্গে কিছু শরীরচর্চা নিয়মিত করার অভ্যাস করলে এই সমস্যার মোকাবিলা করা যায়। …পরামর্শে ফিজিওথেরাপিস্ট সুনীতা জানা বসু।