বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আজ দ্বিতীয় ক্লাস। আজ আলোচনা করবো Unseen Comprehension এবং Grammar and Vocabulary অংশ দুটি নিয়ে। মনে রেখো Reading Comprehension (Unseen)-এর টি কিন্তু একটু বেশি পড়তে হবে Seen passage দুটির চেয়ে কারণ এই passageটি নতুন। এটা তোমরা আগে পড়নি।
প্রথমে unseen passageটি পরপর চার বার মন দিয়ে পড়ো। তারপর প্রশ্নগুলো ভালো করে দ্যাখো এবং সম্ভাব্য উত্তরগুলি pencil দিয়ে দাগ দিয়ে নাও। এরপর আরও একবার passageটি পড়ো। এতক্ষণে দেখবে passage-এর প্রায় পুরোটাই বুঝতে পারছো, এবং প্রশ্নের উত্তরগুলোও পেয়ে গিয়েছ। এবার উত্তরগুলো পেন দিয়ে লিখে ফ্যালো।
আলোচনায় পর্ণা চৌধুরি, ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর।

Skip to content